কেএস ভরত (Photo Credits : Instagram/Srikar Bharat )

আমেদাবাদ, ২১ জানুয়ারি: তাঁর নামে আছে ভরত। ভারতীয় টেস্ট দলের উইকেটকিপার-ব্যাটার শ্রীকর ভরতের রামভক্তি এবার দেখা গেল মাঠের ভিতরেই। আমেদাবাদে মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলের জার্সিতে দ্বিতীয় ইনিংসে অনবদ্য সেঞ্চুরি করেন ভরত। চাপের মুখে দুরন্ত সেঞ্চুরি পূর্ণ করেই ব্যাটটা রামের তির-ধনুক চালানোর কায়দায় দেখান ভরত। অযোধ্যায় মন্দির উদ্বোধনকে ঘিরে ভগবান রামকে নিয়ে চলা আবেগের মাঝে এক কাণ্ড ঘটালেন ভরত। মোদী স্টেডিয়ামে নিজের করা দুরন্ত সেঞ্চুরিটা ভগবান রামকেই উতসর্গ করলেন শ্রীকর ভরত।

এই ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমে ভরত ১১৭ রানে অপরাজিত থাকেন। ভরত-মানব ঠাকুর ষষ্ঠ উইকেটে ২০৭ রানে অবিচ্ছেদ্য পার্টনারশিপ করে হার বাঁচান। ইংল্যান্ড লায়ন্স প্রথম ইনিংসে করেছিল ৮ উইকেটে ২৫৩ রান। জাবেব ভারতীয় এ দলের ইনিংস ২২৭ রানে শেষে হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৬ উইকেটে ১৬৩ রান করে ডিক্লেয়ার ঘোষণা করেছিল। শেষ অবধি ভারতীয় এ দল দ্বিতীয় ইনিংসে৫ উইকেটে ৪২৬ রান করে হার বাঁচায়। আরও পড়ুন-করোনা আক্রান্ত কনওয়ে, পাকিস্তানের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে বিশ্রামে মিচেলও, দলে রচিন রবীন্দ্র

দেখুন ভিডিয়ো

২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্টের প্রথম খেলায় শ্রীকর ভরতকে স্পোশালিস্ট উইকেটকিপার হিসেবে খেলতে দেখা যাবে।