ফুটবলের সঙ্গে ক্রিকেটের সংঘর্ষে কিছুটা ক্ষতি হবে ফুটবলেরই, একই ধরনের ঘটনার খবর ফের সামনে আসতে চলেছে। InsideSports-এর খবর অনুসারে ২৮ অক্টোবর কলকাতা ডার্বি আবার সেদিন ২৮ অক্টোবর ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-নেদারল্যান্ড ম্যাচ আয়োজিত হবে। সেই কারণে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ম্যাচের সূচি পরিবর্তন হতে পারে কারণ কলকাতা পুলিশ দু'টি ইভেন্টেই যথেষ্ট নিরাপত্তা দিতে পারবে না। পরিস্থিতি আরও খারাপ করতে পাকিস্তান ক্রিকেট দলও ওই দিনই কলকাতায় পৌঁছবে। এক্ষেত্রে কলকাতা পুলিশের ক্ষেত্রে সমস্যা তিনগুণ। যদিও দুর্গাপুজো শেষ হবে ২৫ অক্টোবর কিন্তু কিছু বড় প্যান্ডেল শুধু প্রতিমা বিসর্জনের কাজ চালিয়ে যাবে ওই সপ্তাহ জুড়ে। যা কলকাতা পুলিশকে বাড়তি নিরাপত্তা দিতে বাধ্য করবে। এদিকে বিসিসিআইয়ের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিশ্বকাপের সূচিতে আর কোনও পরিবর্তন করা হবে না এবং আর কোনো বিনা দর্শকে আয়োজিত হবে না। কয়েকদিন আগে নিরাপত্তার কারণে হায়দারাবাদে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচে কোনো দর্শককে প্রবেশ করতে দেওয়া হয়নি। East Bengal FC vs Hyderabad FC Result: ক্লিটন সিলভার দুর্দান্ত ফ্রি-কিকে জয় ইস্টবেঙ্গলের (দেখুন ভিডিও)
🚨 | The Kolkata Derby on the 28th October is likely to be rescheduled as Kolkata Police won’t be able to provide adequate security with Cricket World Cup match between Netherlands and Bangladesh will also take place in the city on the same day. [@InsideSportIND] #IndianFootball pic.twitter.com/mgyqT5Ugmb
— 90ndstoppage (@90ndstoppage) September 30, 2023
এছাড়া InsideSport-এর খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ ক্রীড়া মন্ত্রকের নির্দেশ অনুযায়ী অক্টোবরের বেশিরভাগ সময় সল্টলেক স্টেডিয়াম বন্ধ থাকবে। তাই হয় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ কলকাতার বাইরে স্থানান্তরিত করা হবে, নয়তো ফাঁকা স্টেডিয়ামে হবে। রিপোর্ট অনুসারে, কলকাতা ডার্বিতে প্রায় ১০০০-১২০০ পুলিশকর্মীর প্রয়োজন। অন্যদিকে, আইসিসি বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ড বনাম বাংলাদেশের মতো কম জনপ্রিয় ম্যাচের জন্য প্রায় ৮০০ পুলিশকর্মীর প্রয়োজন। তবে টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায় বিশ্বকাপের লড়াইয়ের জন্য ভিড়ে ঠাসা স্টেডিয়াম আশা করা হচ্ছে। এর আগে কলকাতা পুলিশের নিরাপত্তা দিতে না পারার কারণে বিশ্বকাপে কালীপুজোর কারণে বদল করতে বাধ্য হয়েছে পাকিস্তান বনাম ইংল্যান্ডের মতো বড় ম্যাচ।
🚨 | The Salt Lake Stadium is expected to be closed for most of October as per West Bengal sports ministry’s directive. Hence, either Mohun Bagan vs East Bengal will be shifted out of Kolkata or take place in an empty stadium. Postponing the match also remains an option.… pic.twitter.com/53RyDexntA
— 90ndstoppage (@90ndstoppage) September 30, 2023
কলকাতার ইডেন গার্ডেনে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হওয়ার কথা রয়েছে, যার মধ্যে একটি ভারতের ম্যাচ এবং একটি সেমিফাইনাল। দেশের দুই বড় ফুটবল ক্লাব অর্থাৎ মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ঘরের মাঠও কলকাতা। এরপর আসে বাঙালির সবচেয়ে বড় উৎসবের সময়- দুর্গাপুজো এবং কালীপুজো। কলকাতা পুলিশের এই নিরাপত্তার সমস্যার মধ্যে রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের জেড ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা করা এত কিছুর মধ্যে। সেই কারণে কলকাতা ডার্বিকেও এই মুহূর্তে অন্য শহরে আয়োজন করা যেতে পারে। তাই ডার্বির তারিখ পরিবর্তন করে অন্য তারিখ নির্ধারণ করা হবে, সম্ভবত নভেম্বর মাসে তাঁর আগে শুধুই অপেক্ষা।