KL Rahul: লিডস টেস্টের দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকালেন ভারতের তারকা ব্য়াটার কেএল রাহুল। টেস্টে ক্রিকেটে তাঁর নবম সেঞ্চুরিটা হাঁকালেন রাহুল। চাপের মুখে দাঁড়িয়ে ইংল্যান্ডের মাটিতে তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরিটা করলেন রাহুল। আধুনিক ক্রিকেটের ধুমধাড়াক্কার বিপরীত স্রোতে হেঁটে ২০২টি বল খেলে রাহুলের এদিনের সেঞ্চুরিটা ছিল দেখার মত। শান্ত, সুন্দর, লড়াকু, দৃপ্ত। ঠিক ক্লাসিকাল বা ধ্রুপদি সঙ্গীতের মত। প্রথম ইনিংসেও ভালই খেলছিলেন, কিন্তু ব্রেইনডন কার্সের বলে ৪২ রানে আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে কোনও ভুল করলেন না।
রাহুলের নবম টেস্ট সেঞ্চুরি
𝗖 𝗛 𝗔 𝗠 𝗣 𝗜 𝗢 𝗡 𝗦 𝗧 𝗨 𝗙 𝗙 🫡🙌🏻
After missing out in the first innings, @klrahul makes it count in the second! A priceless century that puts #TeamIndia in a commanding position in the 1st Test! 🇮🇳#ENGvIND 1st Test Day 4 LIVE NOW Streaming on JioHotstar 👉… pic.twitter.com/FVrutSIABd
— Star Sports (@StarSportsIndia) June 23, 2025
অনবদ্য ইনিংস
A spirited ton from KL Rahul to put India in a promising position in Headingley 🙌#ENGvIND 📲: https://t.co/FXxW1HkGLm pic.twitter.com/XRHU2JYAC8
— ICC (@ICC) June 23, 2025
202 বলে সেঞ্চুরি রাহুলের
সব আগ্রাসন ভুলে, টেস্ট ক্রিকেটের ব্য়াকরণ আর অসম্ভব মনের জোরের পরিচয় দিয়ে চলতি লিডস টেস্টে ভারতের চতুর্থ সেঞ্চুরিটা করলেন রাহুল। রাহুল যখন উইকেটের একপ্রান্ত শান্ত, দৃঢ়, তখন উইকেটের অন্যপ্রান্তে ধ্বংসাত্মক ইনিংস খেলছেন ঋষভ পন্থ। ইংল্য়ান্ডের বোলারদের মনোবল ভাঙার কাজটা নিজস্ব স্টাইলে করছেন পন্থ।
পন্থের বিধ্বংসী ইনিংস
It's a Rishabh Pant's world, we're just living in it ✨ #SonySportsNetwork #GroundTumharaJeetHamari #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia pic.twitter.com/6FdM9eXzjW
— Sony Sports Network (@SonySportsNetwk) June 23, 2025
একই টেস্টে দুটো সেঞ্চুরি হাঁকানোর পথে পন্থ
প্রথম ইনিংসে ১৩৪ রানের ঝকঝকে ইনিংস খেলার পর পন্থ এখন ১০৯টা বল খেলে ৯৫ রানে ব্য়াট করেছেন। দুই ইনিংস মিলিয়ে পন্থের রান অনেক আগেই দুশো ছাড়িয়ে গিয়েছে। লিডসে টিম ইন্ডিয়ার লিড ২৫০ ছাড়িয়ে গিয়েছে, হাতে এখনও ৭ উইকেট, বাকি আছে গোটা একটা দিন, একটা সেশন।