KL Rahul. (Photo Credits: X)

DC বনাম GT: আইপিএলে তাঁর পঞ্চম সেঞ্চুরিটা করে ফেললেন কেএল রাহুল (KL Rahul)। রবিবার রাতের কোটলায় গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে দিল্লি ক্যাপিটালসের ওপেনার লোকেশ রাহুল ৬৪ বলে ১১২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন। কোটলায় এদিন চারটি ওভার বাউন্ডারি ও ১৪টি বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। ৫৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন দিল্লির এই তারকা ওপেনার। ৯০ থেকে ১০০-র ল্যান্ডমার্কে পৌঁছন প্রথমে ছক্কা, তারপর বাউন্ডারি হাঁকিয়ে।

তিনটি আলাদা দলের হয়ে আইপিএলে সেঞ্চুরি হাঁকানোর নজির

রাহুলের শেষ বলে ছক্কায় প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দিল্লি করল ৩ উইকেটে ১৯৯ রান। আইপিএলের ইতিহাসে তিনটি আলাদা দলের হয়ে সেঞ্চুরি করার নজির গড়লেন রাহুল। এর আগে পঞ্জাব কিংসের হয়ে দুটি, লখনৌ সুপার জায়েন্টসের হয়ে ২টি সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন লোকেশ রাহুল। টি-২০ ক্রিকেটে এটি তাঁর সপ্তম সেঞ্চুরি। এদিনই আবার প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে আট হাজার রানের মাইলস্টোনে পৌঁছন রাহুল।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশীবার সেঞ্চুরি হাঁকানোর বিষয়ে চতুর্থ স্থানে পৌঁছে গেলেন রাহুল। প্রসঙ্গত, আইপিএলে সবচেয়ে বেশীবার সেঞ্চুরি হাঁকানোর বিষয়ে প্রথম তিনটি স্থানে আছেন- বিরাট কোহলি (৮টি), জোস বাটলার ৯৭) ও ক্রিস গেইলে (৬টি)-র।

রাহুলের দুরন্ত সেঞ্চুরি

হারলে বিদায় নিতে পারে দিল্লি়

এদিন, হারলেই প্লে অফের দৌড় থেকে অনেকটা ছিটকে যাবে দিল্লি। আর ২০০ রান তাড়া করে জিতে গেলে গুজরাট প্রথম দল হিসেবে প্লে অফে ওঠা নিশ্চিত করবে।

চলতি আইপিএলের চতুর্থ সেঞ্চুরি

কোটলায় রাহুলের তিন সংখ্যার ইনিংসের ফলে চলতি আইপিএলে চারটি সেঞ্চুরি হয়ে গেল। এর আগে চলতি আইপিএলে সেঞ্চুরি করেন পঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আরিয়া (৩৯ বলে, প্রতিপক্ষ চেন্নাই), হায়দরাাবদের অভিষেক শর্মা (৪১ বলে, প্রতিপক্ষ পঞ্জাব) ও রাজস্থানের ১৪ বছরের ওপেনার বৈভব সূর্যবংশী (৩৫ বলে, প্রতিপক্ষ গুজরাট)।