IPL 2022: একই দলের বিরুদ্ধে তিনটে সেঞ্চুরি করে নজির লোকেশ রাহুলের
KL Rahul (Photo Credit: Instagram)

মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে স্বপ্নের ফর্ম অব্যাহত লোকেশ রাহুলের। গতকাল, রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে বড় নজির গড়লেন। একই দলের বিরুদ্ধে তিনটি সেঞ্চুরি করা আইপিএলের প্রথম ক্রিকেটার হলেন লখনৌ সুপার জায়েন্টেসের অধিনায়ক। চলতি আইপিএলে ১৬ এপ্রিল ব্রাবোর্নে মুম্বইয়ের বিরুদ্ধে রাহুল (১০৩ রান) সেঞ্চুরি করেছিলেন, তারপর মুম্বই-লখনৌ দ্বিতীয় সাক্ষাতেও তিন অঙ্কের রান করলেন।

তিন বছর আগে কেএল রাহুল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে কিংস পঞ্জাবের হয়ে সেঞ্চুরি করেছিলেন রাহুল। এই নজিরের পাশাপাশি টি২০-তে ভারতীয় সবচেয়ে বেশি সংখ্যাক সেঞ্চুরি করার রেকর্ডে রোহিত শর্মা-কে ছুলেন রাহুল।

এদিকে, টানা আটটা ম্যাচ হেরে আইপিএল ২০২২ (IPl 2022)-থেকে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)। রবিবার লখনৌ সুপার জায়েন্টেসের কাছে ৩৬ রানে হেরে চলতি আইপিল থেকে বিদায় নিল রোহিত শর্মা (Rohit Sharma)-র দল। ট্রফি জয়ের বিচারে আইপিএলের সফলতম দল এবার আটটা খেলে আটটাতেই হারল। মুম্বই তাদের লিগের বাকি ছটা ম্যাচে জিতলেও আর প্লে অফে ওঠার সম্ভাবনা নেই। টুর্নামেন্ট শুরুর আগে ভাবাই যায়নি এত বড় ভরাডুবি হবে মুম্বই ইন্ডিয়ন্সের।