গতকাল, রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে দারুণ এক অনুষ্ঠান করে বিরাট কোহলিদের নতুন মরসুমের জন্য স্বাগত জানিয়েছিল আরসিবি। এবার কলকাতায় তেমনই এক বড় অনুষ্ঠান করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল শুরুর আগে সমর্থকদের মধ্যে উন্মাদনা তৈরি করতে শহরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে কেকেআর। সেই অনুষ্ঠানে জার্সি লঞ্চের পাশাপাশি হবে নতুন অধিনায়কের নাম ঘোষণা। শ্রেয়স আইয়ার চোট পাওয়ায় এখন নতুন অধিনায়ক খুঁজতে হবে কেকেআর-কে।
খোদ মালিক শাহরুখ খান হাজির থাকবেন তার দলের মেগা ইভেন্টে। পাঠান মেগাহিট হওয়ার পর এই প্রথম শাহরুখকে দেখা যাবে কোনও অনুষ্ঠানে। স্বাভাবিকভাবেই কেকেআর-এর অনুষ্ঠানে মধ্যমণি থাকবেন দলের মালিক শাহরুখই। তবে সবার নজর কেকেআর-এর নতুন অধিনায়ক কে হন তা নিয়ে।
কেকেআর-এর নতুন অধিনায়ক হিসেবে উঠে আসছে মূলত দুটি নাম- শার্দুল ঠাকুর ও সুনীল নারিন। আইপিএলে ধোনির এক সময়ের বড় অস্ত্র শার্দুলকে ক'মাস আগে দিল্লি ক্যাপিটালসের থেকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল কলকাতা। কেকেআর-এর বহু যুদ্ধের ঘোড়া নারিনকেই অধিনায়ক হিসেবে পছন্দ সবার। তবে নেতৃত্ব যাতে নারিনের ওপর অতিরিক্ত চাপ না হয়ে যায় সেই দিকটাও মাথায় রাখছে টিম ম্যানেজমেন্ট। আন্দ্রে রাসেলকেও অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে।
চলতি বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে, ১ এপ্রিল, শনিবার। ইডেনে কলকাতার প্রথম ম্যাচ ৬ এপ্রিল বিরাট কোহলির আরসিবি-র বিরুদ্ধে।