আরও একবার আইপিএলে জ্বলে উঠল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং। আরও একবার নাইটরা ২২০ প্লাস রানের ইনিংস গড়ল। একানা স্টেডিয়ামে সুপার সানডে-তে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে কেকেআর করল ৬ উইকেটে ২৩৫ রান। ওপেনার সুনীন নারিনের বিস্ফোরক ৩৯ বলে ৮১ রানের ইনিংসের সৌজন্যে যোগী রাজ্যে কলকাতা ঝড় তুলল। নারিন একাই মারলেন ৭টি ওভার বাউন্ডারি। শেষের দিকে রমনদীপ সিং-য়ের ৬ বলে ২৫ রানের (স্ট্রাইক রেটে ৪০০-র বেশী) অপরাজিত ইনিংসে রানটা আকাশছোঁয়া হয়ে গেল। যদিও নাইঠরা চলতি আইপিএলে দু দু বার ২০০ প্লাস স্কোর করেও হেরেছে। বড় রান ডিফেন্ড করতে বসে বারবার হতাশ করছেন মিচেল স্টার্করা।
নারিনের পাশাপাশি এদিন নাইটদের ব্রিটিশ ওপেনার ফিল সল্টও বিস্ফোরক ইনিংস খেলেন। কিন্তু সল্ট যখন ১৪ বলে ৩২ রান করে ধ্বংসজ্ঞ শুরু করবেন, তখনই নবীন উল হকের বলে আউট হয়ে যান। আন্দ্রে রাসেল (১২), রিঙ্কু সিং (১৬)-কিছু ভাল শট খেললেও তেমন সফল হননি। তিনে নেমে রঘুবঙশি (২৬ বলে ৩২) ও অধিনায়ক শ্রেয়স আইয়ার (১৫ বলে ২৩) কার্যকরী ইনিংস খেলেন। এই প্রথম একানা স্টেডিয়ামে কোনও দল টি-২০ ক্রিকেটে ২০০ রানের ইনিংস গড়ল।
দেখুন খবরটি
Breached 𝟐𝟎𝟎 at Ekana in style!
Time to defend it 💪 pic.twitter.com/yjCxZ6Qvop
— KolkataKnightRiders (@KKRiders) May 5, 2024
এবার প্রশ্ন প্রথমবার ২০০ হওয়া ম্যাচে ২৩৫ রান তাড়া করে জেতার নজির গড়তে পারবেন কি রাহুলরা? রান তাড়া করতে নামা লখনৌয়ের তুরুপের তাস মূলত দু জন- অধিনায়ক রাহুল নিজে, মার্কস স্টোয়নিস আর নিকোলাস পুরান।