চলতি আইপিএলে আরও একবার জ্বলে উঠলেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা। ২০০ রান করাটা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছে শাহরুখ খানের দল। রবিবার দুপুরে ইডেন গার্ডেন্সে আরসিবি-র বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে কেকেআর করল ২২২ রান। চলতি আইপিএলে এটি কলকাতার চতুর্থ ২০০ প্লাস স্কোর। এদিন কলকাতার বড় রানের পিছনে মূলত তিনজন বড় ভূমিকা নিলেন। একজন শুরুতে, একজন মাঝে, আরেকজন শেষে। ওপেনার ফিল সল্ট মাত্র ১৪ বলে ৪৮ রান করে দলকে মজবুত জায়গায় দাঁড় করিয়েছিলেন। কিন্তু বিনা উইকেটে ৫৬ থেকে ১৯ রানের মধ্যে তিনজন ব্যাটারকে হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় কেকেআর। পরপর আউট হন সল্ট, সুনীল নারিন (১০), অঙ্গরিশ রঘুবংশী (৩)।
ভেঙ্কটেশ আইয়ার (৮ বলে ১৬)ও বেশীক্ষণ থাকতে পারেননি। সেখান থেকে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে ভাল জায়গায় নিয়ে যান শ্রেয়স আইয়ার (৩৬ বলে ৫০)। কিন্তু ভাল রানটা যখন দারুণ ভাল করার সুযোগ আসে তখনই আউট হয়ে যান শ্রেয়স। অন্যপ্রান্তে থাকা আন্দ্রে রাসেল তেমনভাবে টাইমিং করতে পারছিলেন না। কিন্তু এবার কেকেআর-এর ব্যাটিংয়ের বৈশিষ্টই হল, তুমি না চললে আমি চালাবো। এই থিম মেনে এদিন স্লগ ওভারে ঝড় তুললেন রমনদীপ সিং। মহম্মদ সিরাজের পরপর দুটো বলে দুটো ছক্কা, তারপর বাউন্ডারি হাঁকিয়ে দলের রানকে দুশো পাড় করে দেন রমনদীপ। শেষ ওভারে রাসেলের দুটো বাউন্ডারিও কাজে লাগে।
দেখুন খবরটি
Over to our bowlers now 🫡 pic.twitter.com/1CDNuU6LrM
— KolkataKnightRiders (@KKRiders) April 21, 2024
এবার আরসিবি-কে জিততে হলে বিরাটকে বাটলারের মত কিছু করতে হবে। ক দিন আগে কেকেআর প্রথমে ব্যাট করে ২২৩ রান করেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে বসেছিল বাটলারের দুরন্ত সেঞ্চুরির কাছে। আবার তেমন কিছু হোক শাহরুখের দলের সমর্থকরা তেমন কিছু নিশ্চই চাইবেন না। এবার সবটাই নির্ভর করছে মিচেল স্টার্করা কী করেন তার ওপর।