আইপিএল ২০২৪-এ তাদের প্রথম ম্যাচে দারুণ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। শনিবার রাতে ইডেন গার্ডেন্সে শেষ ওভারের থ্রিলারে জিতল কলকাতা। একটা সময় মনে হচ্ছিল ইডেনে শাহরুখ খানের সামনে একেবারে সহজ জয় পাবেন শ্রেয়স আইয়ার-রা। কিন্তু কমলা জার্সিতে হেনরিক ক্লাসেন নাইটদের সব চেষ্টায় জল ঢেলে একাই ম্য়াচ বের করে দিচ্ছিলেন। তবে শেষ হাসিটা হাসল কলকাতা। শেষ বলে জিততে হলে হায়দরাবাদের অধিনায়ক প্যাট কমান্সিকে বাউন্ডারি মারতে হত। সেখানে কেকেআর পেসার হর্ষিত রানার ডেলিভারিটা ব্যাটেই লাগাতে পারেননি ক্যাপ্টেন কামিন্স। তবে ম্যাচের আসল ফারাকটা গড়ে যায় ঠিক তার আগের বলটাই। খেলার গতির বিরুদ্ধে আউট হয়ে যান ক্লাসেন (২৯ বলে ৬৩)। এই একটা বলই জয়-পরাজয়ে ফারাক গড়ে দিল।

তবে এটুকু পড়ে যদি ভাবেন ম্যাচটা নিয়ে বলা হয়ে গেল তা হলে বড় ভুল হবে। কারণ এই ম্য়াচের আসল হিরো আন্দ্রে রাসেলকে নিয়ে এতক্ষণ কিছু বলাই হল না। ব্যাট হাতে ২৯ বলে ৬৩ আর বলা হাতে মোক্ষম সময়ে দুটো উইকেট নিয়ে রাসেলই আজ ইডেনের সুপার হিরো। প্রথমে ব্যাট করতে নেমে ১১৯ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচটা শুরুতেই হেরে বসেছিল নাইট রাইডার্স। ইডেনের ভিআই বক্সে বসে তখন শাহরুখ বারবার নখ কাটছেন। সেখান থেকে রাসেল ম্যানিয়া শুরু।

দেখুন খবরটি

শেষ ৩৬ বলে রাসেলের সুনামিতে কলকাতা যোগ করল ৮৫ রান। রাসেল ২৫ বলে ৬৪ রানে অপরাজিত থাকলেন। ক্যারিবিয়ান দি রাস ৭টি ওভার বাউন্ডারি, ৩টি বাউন্ডারি মারলেন। সেখানেই আসল ফারাকটা গড়ে গেল। তবে রাসেল-কে ট্র্য়াজিক হিরো বানানোর সব চেষ্টা করে গেলেন হেনরিক ক্লাসেন। প্রোটিয়া ব্যাটার কোনও বাউন্ডারি মারলেন না, হাঁকালেন ৮টি ছক্কা। তবে শেষ অবধি সুয়েশ শর্মা-র অনবদ্য ক্যাচ ক্লাসেনকে কর্ণ বানিয়ে ছাড়ল। রাসেলকে হিরো বানাল হর্ষিত রানার ৩৩ রানে ৩ উইকেটের স্পেল। সেখানে ২৫ কোটি টাকার পেসার মিচেল স্টার্ক ৪ ওভারে দিলেন ৫৩ রান। অধিনায়ক শ্রেয়স আইয়ার শূন্য রানে আউট হলেন।