Lockie Ferguson. (Photo Credits: X)

Lockie Ferguson  4-4-0-3: গুরুত্বহীন ম্যাচে গুরুত্বপূর্ণ নজির। টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্য়াচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন কিউই পেসার লোকি ফার্গুসন (Lockie Ferguson )। সোমবার ত্রিনিদাদ টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে New Zealand vs Papua New Guinea ম্যাচে ফার্গুসন চার ওভার বল করে একটাও রান দিলেন না, সঙ্গে আবার নিলেন তিনটে উইকেট। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এমন নজির এর আগে কখনও হয়নি। ফার্গুসনের ২৪ বলের স্পেলে যেন চোখে সর্ষে ফুল দেখলেন পাপুয়া নিউ গিনির ব্যাটাররা। নিউ জিল্যান্জডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনি মাত্র ৭৮ রানে অল আউট হয়ে যায়।

ফার্গুসন ছাড়়াও গুরুত্বহীন দারুণ বল করলেন দুই তারকা কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিও। বোল্ট ১৪ রান দিয়ে ২টি, ও বোল্ট ১১ রান দিয়ে ২টি উইকেট নেন। স্পিনার ইশ সোধি ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন। তবে দিনের শেষে ফার্গুসনের ৪ ওভারের মেডেন স্পেল সঙ্গে তিনটি উইকেটই সব নজর কাড়ে। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে কিউইরা আগেই চলতি টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

দেখুন নজির

গত বেশ কয়েকটি বিশ্বকাপে ধারাবাহিকভাবে নক আউটে খেলা কিউইরা এবার টি টোয়েন্টি বিশ্বকাপটা একবারে ভুলে যাওয়ার মত খারাপ খেললেন। তবু নিয়মরক্ষার ম্যাচে লোকির নজির মনোবল বাড়ালো কিউইদের।