আমেদাবাদ, ১ এপ্রিল: মাত্র একটা ম্যাচ খেলেই চলতি আইপিএল শেষ হয়ে গেল গুজরাট টাইটান্সের কিউই তারকা কেন উইলিয়ামসনের (Kane Williamson)। গতকাল, শুক্রবার আমেদাবাদে উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়েড়ের একটা ছক্কা বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ইনিংসের ১৩ তম ওভারে লাফিয়ে ধরতে যান উইলিয়ামসন। তখনই হাঁটুতে মারাত্মক চোট পান কিউই তারকা ব্যাটার। চোট পেয়ে মাঠ ছাড়েন কেন। পরে কেন উইলিয়ামসনের পরিবর্তে গুজরাট টাইটান্সের হয়ে ব্যাট করতে নামেন সাই সুদর্শন।
এরপর স্ক্যান করে দেখা যায় তাঁর হাঁটুর যা অবস্থা তাতে অন্তত দু মাস তাঁর খেলার সম্ভাবনা কম। ফলে প্রথমবার গুজরাট টাইটান্সের জার্সিতে নেমেই কেন উইলিয়ামসের চলতি মরসুমের আইপিএল শেষ হয়ে গেল। আরও পড়ুন-মহাকালের দুয়ারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভি এস লক্ষ্মণ
দেখুন টুইট
Huge blow for the Gujarat Titans ❌
We wish Kane Williamson a speedy recovery 💪#AavaDe #GTvCSK #IPL2023 #CricketTwitter pic.twitter.com/ayX7nx8wc6
— Sportskeeda (@Sportskeeda) April 1, 2023
ক মাস আগে কোচিতে আইপিএলের নিলামে কেন উইলিয়ামসকে ২ কোটি টাকায় কিনেছিল গুজরাট টাইটান্স।