অ্যাডিলেড, ২০ ডিসেম্বর: চলতি অ্যাসেজ সিরিজে (Ashes Series 2021-22) আরও একটা আত্মসমপর্ণের দিন দেখালো ইংল্যান্ড (England)। অ্যাডিলেড টেস্টের পঞ্চম দিনে দুরন্ত খেলে চলতি অ্যাসেজ সিরিজে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া (Australia)। ব্রিসবেনে প্রথম টেস্টে ৯ উইকেটে জেতার পর, অ্যাডিলেডে অজিরা ২৭৫ রানে হারাল ইংল্যান্ডকে। কোভিড নীতির কারণে প্যাট কামিন্স খেলতে না পারায় স্টিভ স্মিথের নেতৃত্বে খেলতে নেমে অনায়াসে জিতে অজিরা প্রমাণ করল এবারের অ্যাসেজ ৫-০র দিকে যেতে পারে। আসলে ইংল্যান্ডের ক্রিকেটাররা সব বিষয়ে চূড়ান্ত ব্যর্থ হচ্ছেন। ব্যাটিং-বোলিং সবেতেই জো রুটদের দেখে মনে হচ্ছে দায়সারাভাব। ক্যাঙারু বাহিনীর সামনে কেমন যেন গুঁটিয়ে রুটরা। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে হবে সিরিজের তৃতীয় টেস্ট। তার আগে হোয়াইটওয়াশের লজ্জার ঘণ্টা যেন শুনতে পাচ্ছেন ব্রিটিশ ক্রিকেটাররা।
বক্সিং ডে এই টেস্ট জিতলেই এবারের অ্যাসেজ জিতে নেবে অস্ট্রেলিয়া। তারপর বাকি থাকবে আর দুটি টেস্ট। সবচেয়ে বড় কথা প্যাট কামিন্স, জোশ হ্যাজেলডউের মত তারকা পেসার ছাড়াই অ্যাডিলেডে জিতল অজি ব্রিগেড। অ্যাডিলেডে অজিদের জয়ের নায়ক মার্নস লাবুসেন। কঠিন সময়ে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে লাবুসেন করেছিলেন ১০৩ রান আর দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন গুরুত্বপূর্ণ ৫১ রানের ইনিংস। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া লিড নিয়েছিল ২৩৭ রানের। আরও পড়ুন: ঋষভ পন্থের মুকুটে নয়া পালক
দেখুন টুইট
Jhye Richardson claims a five-wicket haul to set up a 275-run victory for Australia!
The hosts go 2-0 up in the #Ashes series 💪#AUSvENG | #WTC23 pic.twitter.com/f6L2vRjH2l
— ICC (@ICC) December 20, 2021
ইংল্যান্ড আজ, ম্যাচের শেষ দিনে অল আউট হয়ে যায় ১৯২ রানে। ৪ উইকেটে ৮২ রান থেকে দিনের খেলা শুরু করে লড়েন শুধু ক্রিস ওকস (৪৪)। বেন স্টোকস (১২), বাটলার (২৬)-রা তেমন কিছুই করতে পারেননি। যদিও বাটলার ২০৭টি বল খেলে চেষ্টা করেন। প্যাট কামিন্সের জায়গায় খেলে অজি পেসার জেই রিচার্ডসন দ্বিতীয় ইনিংসে নিলেন ৪২ রানে ৫ উইকেট। স্টার্ক ও লিঁয় দুটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার মোট ৮ জন বল করেন। স্মিথ, হেড, লাবুসেনরাও হাত ঘোরান।