মানুষের সঙ্গে মানুষের মুখের এত মিল হয়! এই জিনিসটা নেট দুনিয়া তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। ঠিক যেমনটা হচ্ছে এখন মুলতান টেস্টের মাঝে জুনিয়র বুমরাকে দেখে। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। মুলতানে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টে টিভিতে দেখা যায় বেশ কয়েকজন পাক দর্শক দেশের জন্য গলা ফাটাচ্ছেন। সেই দর্শকদের মধ্যে থেকেই দেখে যায় এক খুদে ক্রিকেটপ্রেমীকে, যার সঙ্গে ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরার মুখের মিল রয়েছে।
ব্যস, সেই মিল দেখেই মিমের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের সেই খুদে দর্শকের নাম রাখা হয়, জুনিয়র বুমরা। অনেকে মজা করে বলেন, বুমরা কখনও পাকিস্তানে খেলতে না গিয়েই উইকেট তুলেছেন, তার প্রমাণ মিলল। আরও পড়ুন-বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেল পাকিস্তান
দেখুন মুলতানের গ্যালারিতে হাজির জুনিয়র বুমরা-কে
🚨 JASPRIT BUMRAH lite spotted in Pakistan!#PAKvENG pic.twitter.com/tE852aPvRu
— Younus Basheer (@YounusBashir__) December 12, 2022
মুলতান টেস্টে অবিশ্বাস্য জয় ইংল্যান্ডের। সোমবার পাকিস্তানকে ২৬ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিলেন বেন স্টোকসরা। রাওয়ালপন্ডির মত মুলতানেও জয়ের একবারে কাছ থেকে ফিরল পাকিস্তান। যাকে বলে তীরে এসে তরী ডোবা, তেমনই হল বাবর আজমদের সঙ্গে। আরও একবার ইংল্যান্ডের সাহসী ক্রিকেটের জয় হল। ২১৩ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেও হারতে হল সউদ শাকেল (Saud Shakeel)কে। দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে নেমে এক ম্য়াচ বাকি থাকতেই সিরিজ জিতল ইংল্য়ান্ড। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আরও একটা বড় সাফল্য পেলেন বেন স্টোকসরা।