Jasprit Bumrah. (Photo Credits: x)

Jasprit Bumrah: লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই জশপ্রীত বুমরার আগুনে স্পেল। অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)-কে বোল্ড করার পর পরপর দু বলে জো রুট (Joe Root) ও ক্রিস ওকস (Chris Woakes)কে আউট করলেন বুমরা। ৪ উইকেটে ২৬০ থেকে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ২৭১ রান। গতকাল হ্যারি ব্রুকের পর এদিন স্টোকস ও রুটের উইকেট ছিটকে দেন বুমরা। ভারতের তারকা পেসারের বলের কোনও হদিশই পাচ্ছেন না পেস পিচে খেলে অভ্যস্ত ব্রিটিশ ব্যাটার। শুক্রবার লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে প্রথম দিনে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করে রুট।

রুটকে এবার নিয়ে মোট ১১ বার আউট করলেন বুমরা

লর্ডসে তাঁর অষ্টম ও কেরিয়ারের ৩৭তম টেস্টে সেঞ্চুরিটি এদিন পূর্ণ করেন রুট। এরপরই ক্রিকেটের মক্কায় বুমরার ক্য়ারিশ্মা শুরু। বুমরা তাঁর ৬ বলের মধ্যে আউট করেন স্টোকস (৪৪), রুট (১০৪) ও ওকস (০)-কে।  এখনও পর্যন্ত লর্ডসে ৪৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন বুমরা। এখনও পর্যন্ত যে চারটি উইকেট বুমরা নিয়েছেন, তার মধ্যে তিনটই ক্লিন বোল্ড।

দেখুন বুমরার বলে বোল্ড স্টোকস

রুটের উইকেট ছিটকে দিলেন বুমরা

লিডসে পাঁচের পর লর্ডসেও জাদু

লিডসে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেও বুমরা আগুন ঝরিয়ে ছিলেন। লিডস টেস্টের প্রথম ইনিংসে বুমরা ৮৩ রান দিয়ে ৫ উইকেট নেন। আউট করেছিলেন জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, জো রুট, ক্রিস ওকস ও জোশ টাঙ্গ-কে। তবে দ্বিতীয় ইনিংসে ভাল বল করলেও উইকেট পাননি। এরপর চোট থেকে বাঁচাতে এজাবেস্টন টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। বিশ্রাম থেকে ফিরেই লর্ডসে আগুন ঝরাচ্ছেন গুজরাটের তারকা পেসার।