ভেঙে গেল টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড। স্পেনের বিরুদ্ধে ইসলে অফ ম্যান নামের এক দেশ মাত্র ১০ রানে অল আউট হল। সেই রানটা আবার মাত্র দু বলেই তাড়া করে জিতে নিল স্পেন। সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের মাঝখানে অবস্থিত দেশ ইসলে অফ ম্যানের ইনিংস গুঁটিয়ে গেল ৮.৪ ওভারে মাত্র ১০ রান। দলের সাতজন ব্যাটার শূন্য রানে আউট হন। সর্বোচ্চ রান করেন জোসেফ বুরোস (৪)। স্পেনের মহম্মদ কামরান হ্যাটট্রিক সহ ৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। দলের বাঁ হাতি পেসার আতাফি মেহমুদ নেন ৪ উইকেট নেন।
ইনিংসে মাত্র চারটে বল করে দুটি উইকেট পান লর্নে বার্নস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র দু বলেই জিতে নেয় স্পেন। ইসলে অফ ম্যানের বোলার ইনিংসের প্রথম বলটা নো করায়, এক রান পায় স্পেন। তার পরের দুটি বলে দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতান স্পেনের ওপেনার আওয়াইস আহমেদ (১২ অপরাজিত)। আরও পড়ুন-টি২০ বিশ্বকাপ খেতাবের হ্যাটট্রিকের ৬টায় অস্ট্রেলিয়া মহিলা দল, ফাইনালে স্বপ্নভঙ্গ দক্ষিণ আফ্রিকার
গত বছর বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্টাইকার্সের বিরুদ্ধে সিডনি থান্ডার্স মাত্র ১৫ রানে অল আউট হয়ে গিয়েছিল। এতদিন সেটাই ছিল টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন রানের ইনিংস।