চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে-তে অবিশ্বাস্য ইনিংস ভারতের প্রতিশ্রুতিবান তারকা ব্যাটার ইশান কিষাণের (Ishan Kishan)। নিজের দশম ওয়ানডে-তে খেলতে নেমে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দ্রুততম ডবল সেঞ্চুরিয়ান হলেন ২৪ বছরের ইশান। মাত্র ১২৬ বলে ডবল সেঞ্চুরি করে সব রেকর্ড ভেঙে দিলেন ইশান। শেষ অবধি ইশান ব্যক্তিগত ১৩১ বলে ২১০ রানে আউট হন। ১০টা ওভার বাউন্ডারি, ২৪টি বাউন্ডারি হাঁকান ইশান। মানে বাউন্ডারি-ওভার বাউন্ডারি থেকে ইশান করেন ১৫৬ রান। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও সেঞ্চুরি করেননি ইশান। আজ শুধু আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরি নন, ডবল সেঞ্চুরিও হাঁকালেন। তাও আবার দ্রুততম হওয়ার বিশ্বরেকর্ড গড়ে।
চতুর্থ ভারতীয় হিসেবে ওয়ানডে-তে ডবল সেঞ্চুরি করলেন ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটার ইশান। ম্যাচের ৩৫ ওভারের মধ্যেই ডবল সেঞ্চুরি করে ফেলেন ইশান। মাত্র ১০৩ বলে দেড়শো রানের মাইলস্টোনে পোঁছন ইশান। লোকেশ রাহুলের নেতৃত্বে খেলা ভারত এদিন প্রথমে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান (৩)-এর উইকেট হারায়। আরও পড়ুন-১২ বছর পর টেস্টে খেলবেন জয়দেব উনাদকট?
দেখুন টুইট
FASTEST EVER ODI DOUBLE CENTURY
ISHAN KISHAN
❣️#ishankishan #ishan #kishan #IndianCricketTeam #INDvsBAN #BANvsIND pic.twitter.com/14PYA3E7rz
— Diganta Das (@Diggu33) December 10, 2022
১৫ রানে এক উইকেট হারানোর পর ওপেনার ইশানের সঙ্গে নামেন বিরাট কোহলি। তারপর বিরাট-ইশান জুটিতে করে ২৯০ রান। ১ উইকেটে ১৫ থেকে ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ৩০৫ রানে। ইশান কিষাণ ফিরে যাওয়ার পর বিরাট কোহলি সেঞ্চুরি পূর্ণ করেন।
ওয়ানডে-তে ডবল সেঞ্চুরি করা ভারতীয়রা
১) সচিন তেন্ডুলকর (২০০ অপরাজিত), ২) বীরেন্দ্র সেওয়াগ (২১৯), ৩) রোহিত শর্মা (২০৯,২৬৪, ২০৮ অপরাজিত), ৪) ইশান কিষাণ (২১০ রান)