চলতি বছর অক্টোবরে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল আয়ারল্যান্ড ও সংযুক্ত আরবআমির শাহি। কোয়ালিফায়ার রাউন্ডে ওমানকে ৫৬ রানে হারিয়ে আইরিশরা ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার টিকিট কাটল। অন্যদিকে, ওমানে আয়োজিত কোয়ালিফায়ার রাউন্ডের সেমিফাইনাৈলে নেপালকে হারিয়ে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করল সংযুক্ত আরবআমিরশাহি (UAE)। ১৬টি দেশকে নিয়ে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপে ১৪টি দেশের নাম ঠিক হয়ে গেল।
দেখুন টুইট
Ireland beat Oman by 56 runs in the semi-final and qualify for the ICC Men’s #T20WorldCup 2022 🎉
Continue watching the tournament LIVE on @FanCode, Himalaya TV, and https://t.co/MHHfZPyHf9 📺 pic.twitter.com/LepD3kFJRQ
— ICC (@ICC) February 22, 2022
টেস্ট খেলিয়ে দশটি দেশের পাশাপাশি নামিবিয়া, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরবআমিরশাহি যোগ্যতাঅর্জন করে ফেলেছে। বাকি দুটি দেশ কারা হবে তা ঠিক হবে জুলাইয়ে জিম্বাবোয়েতে কোয়ালিফায়ার রাউন্ডে।
গত বছর সংযুক্ত আরবআমিরশাহিতে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেললেও গ্রুপ লিগ থেকে নামিবিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল।