IPL Trade: আইপিএলের দলবদলের ইতিহাসে বড় ঘটনা ঘটতে চলেছে। সম্ভবত সবচেয়ে বড়। আইপিএল মানেই রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)-র গায়ে হলুদ জার্সি (CSK), আর সঞ্জু স্যামসন (Sanju Samson) মানেই বেগুনি জার্সি (RR)। এটা দেখেই অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এবার সেটা বদলাতে চলেছে। রবীন্দ্র জাদেজা ও স্যাম কুরান (Sam Curran)-এই দুই তারকা ক্রিকেটারদের রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) দিয়ে, তাদের ফ্র্য়াঞ্চাইজির কোহিনুর হিসাবে পরিচিত সঞ্জু স্যামসনকে দলে নিতে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএলের দলবদলের পরিভাষায় একে বলে 'ট্রেড'।
গত কয়েক বছর সঞ্জুই রাজস্থানের সবচেয়ে বড় ম্যাচ উইনার
গত কয়েকটি আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক আর সবচেয়ে বড় ম্যাচ ইউইনার ছিলেন কেরলের উইকেটিকপার-ব্যাটার সঞ্জু স্যামসন। কিন্তু গত মরসুমে সঞ্জুর সঙ্গে রাজস্থান কর্তৃপক্ষের কিছু বিষয় নিয়ে ব্যবধান তৈরি হয়। চোটের কারণ দেখিয়ে সঞ্জু বেশ কিছু খেলেননি। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্বে দিতে দেখা গিয়েছিল রিয়ান পরাগকে।
দেখুন খবরটি
EXCLUSIVE: Rajasthan Royals are set to trade Sanju Samson to Chennai Super Kings in exchange for Ravindra Jadeja and Sam Curran
Full story: https://t.co/Xb0hxI3Bo6 pic.twitter.com/9QbbVVxUG4
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 9, 2025
ধোনির পর জাদেজাই চেন্নাইয়ের জার্সিতে সফলতম ক্রিকেটার
অন্যদিকে, এমএস ধোনিকে বাদ দিলে সিএসকে-র ইতিহাসে সবচেয়ে সফল আর সবচেয়ে বড় ম্যাচ উইনার জাদেজাই। ইংল্যান্ডের তারকা পেসার-অলরাউন্ডার স্যাম কুরানও চেন্নাইয়ের বড় সম্পদ। কিন্তু ধোনির দল এবার সঞ্জুকে পেতে জাদেজা ও কুমারকেও বিনিময় করে ফেলেছে। সঞ্জুর অন্তর্ভুক্তি চেন্নাই সুপার কিংসে নয়া যুগের সূচনা করতে চলেছে বলে মনে করা হচ্ছে।