IPL 2025 Captains. (Photo Credits: X)

IPL 2025: আইপিএলে লিগ পর্বের খেলার একেবারে শেষ ধাপে চলে এসেছে। বেশীরভাগ দলেরই আর লিগ পর্যায়ে দুটি করে ম্যাচ বাকি আছে। এবার চলে আসবে লিগ পর্যায়ে প্রথম চারটি দল কারা থাকবে সেই বিষয়টি। এবার আইপিএল প্রথম ৫টি দলের পয়েন্টের ব্যবধান একবারে সামান্যই- ১) গুজরাট: ১৮ পয়েন্ট, ২) বেঙ্গালুরু: ১৭ পয়েন্ট, ৩) পঞ্জাব: ১৭ পয়েন্ট, ৪) মুম্বই: ১৪ পয়েন্ট, ৫) দিল্লি: ১৩ পয়েন্ট। খুব সম্ভবত সব দলের ১৪টি ম্যাচ খেলা শেষ হয়ে গেল একাধিক দল একই পয়েন্ট দাঁড়িয়ে থাকবে।

লিগ পর্যায়ে প্রথম দুইয়ে শেষ করলে বড় সুবিধা মেলে

তাই শেষ পর্যন্ত কে কোন স্থানে শেষ করবে তা ঠিক কীভাবে করা হবে তা নিয়ে অনেকেরই প্রশ্ন। আইপিএলে লিগ পর্যায় থেকে ৪টি দল প্লে অফে খেলবে। প্রথম দুটি স্থানে থাকা দল খেলবে প্লে অফের কোয়ালিফায়ার ওয়ানে, আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল কোয়ালিফায়ার টু-তে খেলবে। কোয়ালিফায়ার ওয়ানে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে, জিতলে সরাসরি ফাইনালে।

আইপিএলে টাই-ব্রেক নিয়ম

যারা বেশী ম্যাচে জিতবে তারাই এগিয়ে থাকবে, নেট রানরেট আসবে তারপর

আবার কোয়ালিফায়ার টু-তে হারলেই বিদায়, জিতলে এলিমিনেটরে কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হবে। লিগের খেলা শেষে কোনও দুটি দলের পয়েন্ট সমান থাকলে, যে দল বেশী ম্যাচে জিতবে, তারাই আগে থাকবে। মানে এখন বেঙ্গালুরু ও পঞ্জাব একই পয়েন্টে আছে। দুটি দলই ১৭ পয়েন্টে। এমনই সমান পয়েন্টে শেষ করলে এই দুটি দলের মধ্যে যারা বেশী সংখ্যাক ম্যাচে জিতবে তারা আগে থাকবে। এরপর যদি দেখা যায়, দুটি দলই সমান সংখ্যক ম্যাচে জিতেছে, সেক্ষেত্রে নেট রানরেটের বিষয়টি দেখা হবে।