Two Captains: Shreyas Iyer and Rajat Patidar. (Photo Credits: X)

IPL Final 2025 RCB vs PBKS:  একটু পরেই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫-র ফাইনাল। ঘটনাবহুল এবারের আইপিএল চ্যাম্পিয়ন কে হয় সে দিকে নজর দেশের ক্রিকেটপ্রেমীদের। ৯ বছর পর আইপিএলের ফাইনালে খেলছেন বিরাট কোহলি। অন্যদিকে, দীর্ঘ ১১ বছর বাদে তাদের দ্বিতীয় আইপিএলে খেলতে নামবে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। আজ ফাইনালে বিরাট কোহলির বেঙ্গালুরু বা প্রীতি জিন্টার পঞ্জাব যেই জিতুক, তারাই প্রথমবার আইপিএল খেতাব জিতছে।

১৮ বছরের চেষ্টায় এই প্রথম বিরাট কোহলি 'অধরা মাধুরী' আইপিএল জিততে পারেন কি না সেটাই দেখার। ইতিহাসের সামনে দাঁড়িয়ে পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি আলাদা দলের হয়ে ফাইনালে খেলতে নামছেন শ্রেয়স। আজ জিতলে, প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলে দুটো আলাদা ফ্র্য়াঞ্চাইজিকে নেতৃত্ব দিয়ে কাপ জিতবেন শ্রেয়স আইয়ার।

ফাইনালের কাউন্টডাউন শুরু

এক নজরে দেখে নেওয়া যাক এবারের আইপিএল ফাইনালের গুরুত্বপূর্ণ কিছু জিনিস-

দুই দলের মুখোমুখি লড়াইয়ে কে কোথায়--

পরিসংখ্যান-

দুই দল মুখোমুখি

মোট ম্যাচ: ৩৬

বেঙ্গালুরু জয়ী: ১৮

পঞ্জাব জয়ী: ১৮

সর্বোচ্চ স্কোর: বেঙ্গালুরু: ২৪২, পঞ্জাব: ২৩২

সর্বনিম্ন স্কোর: বেঙ্গালুরু: ৮৪, পঞ্জাব: ৮৮

আইপিএল ২০২৫

মোট ম্যাচ: ৩

বেঙ্গালুরু জয়ী: ২

পঞ্জাব জয়ী: ১

সম্ভাব্য একাদশ-

বেঙ্গালুরু (RCB) সম্ভাব্য একাদশ:

বিরাট কোহলি, ফিল সল্ট, মায়াঙ্ক আগরওয়াল, রজত পতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভূবনেশ্বর কুমার, সূয়েশ শর্মা, জোস হ্য়াজেলউড।

পঞ্জাব (PBKS) সম্ভাব্য একাদশ:

প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জোশ ইংলিশ (উইকেটকিপার), নেহাল ওয়াধরা, মার্কস স্টোয়নিস, শশাঙ্ক সিং, আঝমাতুল্লা ওমরঝাই, যুজবেন্দ্র চাহাল, কেইল জেমিসন, আর্শদীপ সিং। (ইমপ্যাক্ট সাব- হরপ্রীত ব্রার/বিজয়কুমার বৈশাখ)।

মুখরোচক দ্বৈরথ

বিরাট কোহলি (বেঙ্গালুরু) বনাম আর্শদীপ সিং (পঞ্জাব), ফিল সল্ট (বেঙ্গালুরু) বনাম আঝমাতুল্লা ওমরঝাই (পঞ্জাব), শ্রেয়স আইয়ার (পঞ্জাব) বনাম জোস হ্যাজেলউড (বেঙ্গালুরু), জিতেশ শর্মা (বেঙ্গালুরু) বনাম নেহাল ওয়াধরা (পঞ্জাব), রজত পাতিদার (বেঙ্গালুরু) বনাম প্রিয়াংশ আরিয়া (পঞ্জাব), মার্কস স্টোয়নিস (পঞ্জাব) বনাম রোমারিও শেফার্ড (বেঙ্গালুরু)।

পিচ কেমন

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালের পিচ ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। প্রথমে ব্যাট করে ২০০-২১০ রান করেও জেতার ব্যাপার নিশ্চিত হওয়া যাবে না। যদিও আইপিএলের ফাইনালের মত মঞ্চে ২০০ প্লাস রান তাড়ার করাটা স্নায়ুর লড়াই। কোহলি ও শ্রেয়স আইয়ার-দুজনেই রান তাড়া করে জেতাতে মাস্টার।

কে জিততে পারে

দুটি দলই খাতায় কলমে বেশ শক্তিশালী। দুটি দলই এবারের আইপিএলে দারুণ খেলছে। অধিনায়ক শ্রেয়স আইয়ারের মস্তিষ্ক, ব্য়াটার শ্রেয়স আইয়ারের অবিশ্বাস্য ফর্ম, জোশ ইংলিশ-মার্কস স্টোয়নিসের মত বিস্ফোরক অজি ব্যাটার, বল হাতে চাহাল, আর্শদীপের মত ক্রিকেটারের জন্য পঞ্জাবকে সমীহ করতেই হয়। তবে বিরাট কোহলি, ফিল স্লট, রোমারিও শেফার্ড, জিতেশ শর্মা আর জোস হ্যাজেলউডের মত ক্রিকেটার থাকা আরসিবি সামান্য হলেও এগিয়ে রাখছে। তবে রবিবার রাতে কোয়ালিফায়ারল টু-র মত শ্রেয়স আইয়ার আবার অতি মানবিক কিছু করে দেন সেটা আলাদা কথা।

আরসিবি: ৫২%, পঞ্জাব: ৪৮%

খেলা কোথায় দেখা যাবে

সন্ধ্য়া সাড়ে ৭টা থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল ও ইন্টারনেটে হটস্টারের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে আইপিএল ২০২৫-এর ফাইনাল।