গতকাল, রবিবার আমেদাবাদে তুমুল বৃষ্টির কারণে আইপিএলের ফাইনাল ভেস্তে যায়। আজ, সোমবার রিজার্ভ ডে-তে পরিষ্কার আকাশের নিচেই শুরু হল আইপিএল ফাইনাল। টসে জিতে গুজরাট টাইটান্সকে প্রথমে ব্যাট করতে পাঠালেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১৮ আইপিএলের ফাইনালে রান তাড়া করে সান রাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ধোনিরা। আজও তেমনটা করতে হবে মাহিদের। গুজরাটের ঘরের মাঠে আমেদাবাদে খেলা হলেও ধোনির জন্য অনেকটাই স্থানীয় সমর্থন পাচ্ছেন না হার্দিক পান্ডিয়ারা।
আইপিএলের ইতিহাসে এই প্রথম রিজার্ভ ডে-তে ফয়সালা হবে আইপিএল খেতাবের। এখনও পর্যন্ত চেন্নাই চারবার আইপিএল জিতেছে। ধোনিরা এদিন চ্যাম্পিয়ন হলেই মুম্বই ইন্ডিয়ন্সের সবচেয়ে বেশীবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির ধরে ফেলবে। অন্যদিকে, গতবার আইপিএলে প্রথমবার খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। এবারও হার্দিকরা দুরন্ত খেলে ফাইনালে উঠেছে।
সবার নজর থাকবে গুজরাটের ওপেনার শুবমন গিলের। কোয়ালিফায়ার টু-তে অনবদ্য খেলে দলকে ফাইনালে তুলেছেন গিল। গিলের ব্য়াটিংয়ের সঙ্গে গুজরাটের বোলিংয়ের দুই স্তম্ভ হিসেবে আছেন মহম্মদ সামি ও রশিদ খান। চেন্নায়ের বড় ভরসা ঋতুরাজ গায়কোয়েড়, শিবম দুবে-রা। সঙ্গে আছেন রাহানে, রায়াডু, জাদেজার মত অভিজ্ঞ তারকরা। তবে সবার নজর সেই মহেন্দ্র সিং ধোনির দিকে। চ্য়াম্পিয়ন হয়ে ধোনি আজ আইপিএল থেকে অবসর নিতে পারেন, এমন জল্পনায় বুঁদ ক্রিকেটমহল।
দেখুন ভিডিয়ো
#IPL2023Finals #IPLFinal2023 #MSDhoni #CSKvsGT #GTvCSK
The craze for MS Dhoni.
The roar & emotion from the crowd.pic.twitter.com/7AQa0V4qXj
— 👑👌🌟 (@superking1816) May 29, 2023
ফাইনালে দু দলের প্রথম একাদশ
চেন্নাই সুপার কিংস একাদশ-ঋতুরাজ গায়কোয়েড়, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, মইন আলি, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক, উইকটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা।
গুজরাট টাইটান্স একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (অধিনায়ক, উইকটকিপার), বি সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেবিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, নুর আহমেদ, মোহিত শর্মা, মহম্মদ সামি।
চেন্নাই ( ৪ বার চ্যাম্পিয়ন) ২০১০, ২০১১, ২০১৮,২০২১.
গুজরাট (১ বার চ্যাম্পিয়ন) ২০২২