IPL Auction 2025 Live Updates: দেড় কোটিতে রোভম্যান পাওয়ালকে কিনল কলকাতা, শার্দুল-রাহানেদের কিনলেন না কেউ
IPL Mega Auction 2025 Live: সৌদি আরবের জেড্ডা-তে শুরু হল আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনের ক্রিকেটারদের কেনার পর্ব। আইপিএলের ১০ ফ্র্য়াঞ্চাইজি দলগুলি নিলামের আসর থেকে ক্রিকেটারদের গতকালের মত এদিনও কিনছেন বেশ চড়া দরেই। পারথে বুমরাদের অসাধারণ পারফরম্যান্স দেখে উঠেই দেশের ক্রিকেটপ্রেমীদর নজর এখন আইপিএলের নিলামের দিকে। শ্রেয়স আইয়ার থেকে ঋষভ পন্থ, জোস বাটলার, ফিল সল্ট-দের মোটা টাকায় বিক্রি হন। সবচেয়ে বেশী রেকর্ড দরে বিক্রি হয়েছেন ঋষভ পন্থ। পন্থকে ২৭ কোটিতে কিনেছে লখনৌ সুপার জায়েন্ট। গত মরসুমে কেকেআর-এর অধিনায়ক শ্রেয়স আইয়ার-কে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছে পঞ্জাল কিংস।
দেখুন মেগা নিসামের দ্বিতীয় দিনের লাইভ আপডেট
প্রতি তিন বছরে একবার আয়োজিত হয় মেগা নিলাম। এবার আইপিএলে মেগা নিলামে মোট ৫৭৭ জন ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে ৩৬৭ জন ভারতীয় এবং ২১০ জন বিদেশী ক্রিকেটার। আইপিএলের মেগা নিলামে বিদেশি ক্রিকেটারদের জন্য ৭০টি সহ সর্বোচ্চ ২০৪টি স্লট পূরণ করা হবে। মাত্র দু'জন আনক্যাপড খেলোয়াড়কে ধরে রাখার পরে পঞ্জাব কিংসের সবচেয়ে বেশি ১১০.৫ কোটি টাকার পার্স এবং সর্বাধিক ফাঁকা স্লট (২৩) রয়েছে। প্রতিটি দল তাদের স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন এবং সর্বনিম্ন ১৮ জন খেলোয়াড় রাখতে পারবে। যে দলগুলি সর্বাধিক ছয়টি (পাঁচটি ক্যাপড বা দুটি আনক্যাপড) থেকে কম খেলোয়াড় ধরে রেখেছে তাদের মেগা নিলামে আরও রাইট-টু-ম্যাচ (আরটিএম) কার্ড এবং একটি ভারী পার্স রয়েছে। IPL Mega Auction 2025: আইপিএল নিলামের আগে কোন দলের পার্সে বাকি কত টাকা? একনজরে নিলামের খেলোয়াড়দের তালিকা
উদ্বোধনী আইপিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস, যারা তাদের সমস্ত আরটিএম বিকল্পগুলি শেষ করে ফেলেছে এবং ছয়টি আইপিএল রিটেনশন ব্যবহার করেছে, তাদের ১০টি দলের মধ্যে সর্বনিম্ন পার্স ব্যালেন্স হিসেবে রয়েছে ৪১ কোটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও তাদের সমস্ত রিটেনশন ব্যবহার করেছে তবে ৫১ কোটি টাকার পার্স নিয়ে নিলামে যাবে। গত বছর রেকর্ড ২৪.৭৫ কোটি টাকায় অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তিনি নকআউটে এবং কেকেআরকে তাদের তৃতীয় শিরোপা জিততে সহায়তা করলেও তাকে ধরে রাখা হয়নি। এই নিলামে একজন খেলোয়াড়ের সর্বোচ্চ রিজার্ভ প্রাইস ২ কোটি টাকা। ঋষভ পন্থ, লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার যারা গত বছর তাদের দলের অধিনায়কত্ব করেন তারা সহ মোট ৮১ জন খেলোয়াড় সর্বোচ্চ মূল্যের তালিকায় রয়েছেন। তিন অভিজ্ঞ ভারতীয় খেলোয়াড় বিশাল অঙ্কের টাকা পাবেন বলে আশা করা হচ্ছে।