Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 15, 2025
সর্বশেষ গল্প
17 minutes ago
Live

IPL Auction 2024 Live Update: রেকর্ড ২৪.৭৫ কোটিতে কলকাতায় স্টার্ক, সাড়ে ২০ কোটিতে হায়দরাবাদে কামিন্স, সঙ্গে সানরাইজার্সে হেড-হাসারাঙ্গাও, ধোনির দলে ড্যারি মিচেল- রচিন রবীন্দ্র-শার্দুল

ক্রিকেট partha.chandra | Dec 19, 2023 09:32 PM IST
A+
A-
19 Dec, 21:32 (IST)

নিলামের পর কেকেআর স্কোয়াড- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রহমনুল্লা গুরবাজ (আফগানিস্তান), জেসন রয় (ইংল্যান্ড), শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, মণীশ পাণ্ডে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রমনদীপ সিং, সাকিব হুসেন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, মুজিব উর রহমান (আফগানিস্তান),মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), সুয়েশ শর্মা, হর্ষিত রানা, অঙ্কুল রয়, গাস অ্যাটকিনসন (ইংল্যান্ড), চেতন সাকারিয়া, বৈভব অরোরা।।

 

দেখুন ছবিতে

বিদেশী ক্রিকেটার- মিচেল স্টার্ক, শেরফানে রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রহমনুল্লা গুরবাজ, মুজিব উর রহমান, গাস অ্যাটকিনসন। ।

নতুন মুখ- রমনদীপ সিং (পঞ্জাব), সাকিব হুসেন (বিহার), হর্ষিত রানা।।

নতুন এলেন- শ্রীকর ভরত, গাস অ্যাটকিনসন, রাদারফোর্ড,।।

 

ফিরলেন- মিচেল স্টার্ক, মণীশ পাণ্ডে।

19 Dec, 20:59 (IST)

সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের সঙ্গে এবার কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিং আক্রমণে দেখা যাবে আফগানিস্তানের মুজিব উর রহমানকে। ২ কোটি টাকায় মুজিবকে কিনল কলকাতা।

দেখুন ছবিতে

19 Dec, 20:56 (IST)

প্রথমবার অবিক্রিত থেকে গেলেও তারকা মিডল অর্ডার ব্যাটার মণীশ পান্ডেকে শেষ অবধি কিনল কলকাতা নাইট রাইডার্স। মণীশকে কিনতে ৫০ লক্ষ টাকা খরচ হল কলকাতার। 

নিলামের শেষের দিকে ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনকে ১ কোটি টাকা খরচ করে কিনল কেকেআর।

19 Dec, 19:45 (IST)

দুবাইয়ে আইপিএলের নিলামে অস্ট্রেলিয়ান পেসারদের জয়জয়কার। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় অজি তারকা মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা। তার আগে সাড়ে ২০ কোটিতে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। আর নিলামের শেষবেলায় অস্ট্রেলিয়ার হয়ে মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা স্পেন্সার জনসনকে ১০ কোটি টাকায় কিনল গুজরাট টাইটান্স। গুজরাটের পেস আক্রমণে আছেন মহম্মদ সামি। এবার নিলামে উমেশ যাদব, কার্তিক ত্যাগিকে কিনেছে গুজরাট।

দেখুন ছবিতে

 

19 Dec, 18:32 (IST)

দুবাইয়ে আইপিএলের নিলামের টেবিলে বড় চমক দিল্লি ক্যাপিটালস। ঝাড়খণ্ডের প্রতিশ্রুতিমান উইকেটকিপার-ব্যাটার কুমাশ কুশাগ্রাকে ৭ কোটি ২০ লক্ষ টাকায় কিনল ঋষভ পন্থের দিল্লি। ১৯ বছরের কুশাগ্রা ঘরোয়া ক্রিকেটে বেশ দারুণ পারফরম্যান্স  করে নজর কাড়েন।

19 Dec, 18:27 (IST)

গত মরসুমে কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের কাছে শেষ ওভারে পাঁচ পাঁচটা ছক্কা হজম করা যশ দয়ালকে কিনল বেঙ্গালুরু। যশ দয়ালকে কিনতে আরসিবি খরচ করল ৫ কোটি টাকা। গত মরসুমে যশ খেলেছিলেন গুজরাট টাইটান্সের হয়ে।

19 Dec, 17:58 (IST)

চেন্নাইয়ের ২৬ বছরের তারকা মিডল অর্ডার ব্যাটার শাহরুখ খানকে ৭ কোটি ৪০ লক্ষ টাকায় কিনল গুজরাট টাইটান্স। এর আগে শাহরুখ খেলতেন পঞ্জাব কিংসে। হার্দিক পান্ডিয়া চলে যাওয়ার পর গুজরাটে ব্যাট হাতে ফিনিশারের প্রয়োজন মেটাতে শাহরুখ কার্যকরী ভূমিকা নিতে পারেন।

দেখুন ছবিতে


 

19 Dec, 17:50 (IST)

মুম্বইয়ের ১৮ বছরের ব্যাটার আঙ্গক্রিশ রঘুবংশীকে কিনল কলকাতা নাইট রাইডার্স। রঘুবংশীকে কিনতে কলকাতার খরচ হল ২০ লক্ষ টাকা। বেস প্রাইসের রঘুবংশীকে কিনল শাহরুখ খানের দল। এর পাশাপাশি পঞ্জাবের চণ্ডীগড়ের রমনদীপ সিংকেও বেস প্রাইস ২০ লক্ষ টাকা কেনে কলকাতা। 

19 Dec, 17:46 (IST)

ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্স করা বাঁ হাতি ব্যাটার অলরাউন্ডার শিবম দুবেকে ৫ কোটি ৮০ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস। গতবার দুবে চেন্নাইয়ের হয়ে খেলে নজর কেড়েছিলেন। মুম্বইয়ের তারকা ক্রিকেটার সরফরাজ খান নিলামে অবিক্রিত থেকে গেলেন। 

19 Dec, 17:41 (IST)

উত্তরপ্রদেশের ২০ বছরের প্রতিশ্রুতিমান ব্যাটার সমীর রিজভিকে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কিনল চেন্নাই সুপার কিংস। জাতীয় দলে কখনও না খেলেও রেকর্ড দর পেলেন সমীর। ভারতীয় ক্রিকেটের আগামী দিনের বড় তারকা হিসেবে দেখা হচ্ছে তাঁকে। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে খেলার সুযোগটা উত্তরপ্রদেশের ছেলে সমীরের কেরিয়ারের নিশ্চিতভাবেই বড় আশীর্বাদ হতে চলেছে। সমীরের বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা। সেখান থেকে তাঁর দর ওঠে ৮ কোটি ৪০ লক্ষে।

 

Load More

দুবাইয়ের কোকাকোলা এরিয়ায় শুরু হতে চলেছে আইপিএলের মিনি নিলামের আসর। এবারের আইপিএল নিলামে ৩৩৩ জন ক্রিকেটার রয়েছেন তালিকায়। ইতিমধ্যেই রিটেনশন লিস্ট জমা দিয়েছে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি। মানে, কোন ক্রিকেটারকে ধরে রাখতে চায় তারা ও কাকে ছেড়ে দিতে চায় সেই চূড়ান্ত তালিকা জমা দেওয়া হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখনও ৭৭ টি আসন ফাঁকা রয়েছে।

নিলামে গুজরাট টাইটান্সের কাছে সবচেয়ে বেশী টাকা রয়েছে। অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে মুম্বইকে ছেড়ে দেওয়ার গুজরাটের হাতে রয়েছে ৩৮ কোটি ১৫ লক্ষ টাকা। তারা নিলাম থেকে দু বিদেশ সহ সর্বাধিক ৮ জন ক্রিকেটারকে দলে নিতে পারবেন। সেখানে কলকাতা নাইট রাইডার্সের কাছে নিলামে পড়ে রয়েছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা। শাহরুখ খানের দল ৪ বিদেশী সহ ১২ জন ক্রিকেটারকে নিলাম থেকে কিনতে পারবেন। সবচেয়ে কম টাকা আছে লখনৌ সুপার জায়েন্টসের (১৩.১৫ কোটি)।

দেখুন ছবিতে

দুবাইয়ে কেকেআর-এর নিলামের টেবলে বসেছেন গৌতম গম্ভীর। গম্ভীরের নেতৃত্বেই তাদের দুটো আইপিএল ট্রফি জিতেছিল কলকাতা। ঋষভ পন্থ বসেছেন দিল্লি ক্যাপিটালসের নিলামের টেবিলে।


Show Full Article Share Now