নিলামের পর কেকেআর স্কোয়াড- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রহমনুল্লা গুরবাজ (আফগানিস্তান), জেসন রয় (ইংল্যান্ড), শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, মণীশ পাণ্ডে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রমনদীপ সিং, সাকিব হুসেন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, মুজিব উর রহমান (আফগানিস্তান),মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), সুয়েশ শর্মা, হর্ষিত রানা, অঙ্কুল রয়, গাস অ্যাটকিনসন (ইংল্যান্ড), চেতন সাকারিয়া, বৈভব অরোরা।।
দেখুন ছবিতে
We won, Mr. Starc! 💜 pic.twitter.com/twJ3VmCPDl
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023
বিদেশী ক্রিকেটার- মিচেল স্টার্ক, শেরফানে রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রহমনুল্লা গুরবাজ, মুজিব উর রহমান, গাস অ্যাটকিনসন। ।
নতুন মুখ- রমনদীপ সিং (পঞ্জাব), সাকিব হুসেন (বিহার), হর্ষিত রানা।।
নতুন এলেন- শ্রীকর ভরত, গাস অ্যাটকিনসন, রাদারফোর্ড,।।
ফিরলেন- মিচেল স্টার্ক, মণীশ পাণ্ডে।