File image of IPL Auction (Photo Credits: Twitter/IPL 2020 Auction)

কোচি, ২২ ডিসেম্বর: আজ,বৃহস্পতিবার কোচিতে আইপিএলের নিলাম (IPL Auction 2023)। দুপুর আড়াইটে থেকে শুরু হবে নিলাম। নিলামে আছেন ৪০৫ জন ক্রিকেটার। সেখান থেকে ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৮৭ জনকে কিনতে পারবেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৩০জন বিদেশী ক্রিকটার থাকতে পারেন। নিলামে সবচেয়ে বেশী টাকা থাকছে সান রাইজার্স হায়দরাবাদের (৪২.২৫ কোটি) কাছে, আর সবচেয়ে কম টাকা আছে কেকেআর (৭ কোটি ৫ লক্ষ টাকা) -এর পার্সে ।

নিলামে সবচেয়ে বেশি দাম উঠতে পারে বেন স্টোকস (ইংল্যান্ড), স্যাম কুরান (ইংল্যান্ড), ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া)-র মত বিদেশী তারকা ক্রিকেটারদের। টাকা কম থাকায় কলকাতা খুব বেশী হাইপ্রোফাইল বিদেশীদের কিনতে পারব না।

আরও পড়ুন-আইপিএল নিলামের আগে কোন বিষয়ের ওপর থাকবে নজর

দেখুন টুইট

কার কাছে কত টাকা--

চেন্নাই সুপার কিংস: ২০ কোটি ৪৫ লক্ষ টাকা, দিল্লি ক্যাপিটালস: ১৯.৪৫ কোটি, গুজরাট টাইটান্স: ১৯.২৫ কোটি, কলকাতা নাইট রাইডার্স: ৭ কোটি ০৫ লক্ষ টাকা , লখনৌ সুপার জায়েন্টস: ২৩.৩৫ কোটি, মুম্বই ইন্ডিয়ন্স: ২০.৫৫ কোটি, পঞ্জাব কিংস: ৩২.২ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৮.৭৫ কোটি, রাজস্থান রয়্যালস: ১৩.২ কোটি, সান রাইজার্স হায়দরাবাদ: ৪২.২৫ কোটি