ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ন্সকে নেতৃত্ব দিতে নেমে নজিরবিহীন কটাক্ষের মধ্যে পড়লেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গোটা স্টেডিয়ামে উঠে দাঁড়িয়ে হার্দিককে উদ্দেশ্য খারাপ আওয়াজ বা 'বু'করতে শুরু করে। পরিস্থিতি বাইরে যাচ্ছে দেখে সঞ্চালক তথা প্রাক্তন ক্রিকটার সঞ্জয় মঞ্জেরকর মেজাজ হারিয়ে, দর্শকদের ভাল আচরণ করতে বলেন। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অদিনায়ক সঞ্জু স্যামসন।
ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলে রাজস্থানের কিউই পেসার ট্রেন্ট বোল্টের দারুণ ডেলিভারিতে শূন্য রানে আউট হন রোহিত। প্রথমে বলে আউট হওয়াকে বলে গোল্ডেন ডাক।
দেখুন ভিডিয়ো
🚨 Toss 🚨@rajasthanroyals win the toss and elect to bowl against @mipaltan #TATAIPL | #MIvRR pic.twitter.com/pziDfHNIci
— IndianPremierLeague (@IPL) April 1, 2024
রোহিতের ঠিক পরের বলেই বোল্ট আউট করেন নমন ধর-কে। রোহিত ও নমনের পর তৃতীয় ওভারের দ্বিতীয় বলে বোল্ট আউট করেন ব্রেভিস (০)-কে। রোহিত, নমন ও ব্রেভিস-কে গোল্ডেন ডাক করিয়ে আইপিএলে নয়া নজির গড়েন বোল্ট। ১৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে মুম্বই। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেসার নান্দ্রে বার্গার বলে ইশান কিষাণ (১৬)আউট হওয়ার পর মুম্বইয়ের বিপদ আরও বাড়ে। তবে ২০ রানে ৪ উইকেট থেকে হাল ধরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও তিলক ভর্মা। ২১ বলে ৩৪ রানের ইনিংস খেলে আউট হয়ে যান হার্দিক। ৭৬ রানে দলের অর্ধেক ইনিংস হারিয়ে বসেছে আম্বানিদের ফ্র্যাঞ্চাইজি।