মঙ্গলবার দুবাইয়ে নিলামে কলকাতা নাইট রাইডার্সের হাতে ছিল ৩৩ কোটি ৭০ লক্ষ। সেই টাকার ৭৫ ভাগই অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে কিনতে খরচ করে কলকাতা। আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় দর হেঁকে স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনে শাহরুখ খানের দল। যে স্টার্ক আইপিএল নিয়ে বলেছিলেন, তিনি ভারতে আইপিএল খেলার থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে, কিংবা দেশের হয়ে খেলার প্রস্তুতির জন্য দিতে বেশী উপভোগ করবেন। এর আগে স্টার্ক আইপিএলের বেশীরভাগ সময়ই চোটের কারণে মাঝপথে দেশে ফেরেন। তবু গৌতম গম্ভীর নিলামের টেবিলে গুজরাটের সঙ্গে সমানে পাল্লা দিয়ে একবারে ২৫ কোটি দোরগড়ায় গিয়ে স্টার্ককে কিনলেন। ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকেই স্টার্ককে এত টাকা দিয়ে কেনার মানে খুঁজে পাচ্ছেন না। অনেকে এমনও বলছেন, নিলামের টেবিলে নিজের ইগোকে তৃপ্ত করতেই এতো খরচ করে বসলেন গম্ভীর। এবার দেখার প্রায় ২৫ কোটির প্রতিদানে স্টার্ক এবার আইপিএলে কেমন খেলেন।
নিলামে কলকাতার দুটি ভাল কেনা হল- ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটার শেরফানে রাদারফোর্ড ও আফগান স্পিনার মুজিব উর রহমান। মুজিবকে ২ কোটি, রাদারফোর্ডকে দেড় কোটিতে কেনে কলকাতা। ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনকে দেড় কোটিতে কেনে কলকাতা। উইকেটকিপার শ্রীকর ভরতকে নিলামের একেবারে শুরুর দিকে কেনে নাইটরা। মণীশ পাণ্ডে-কে ৫০ লক্ষ টাকায় কিনে স্কোয়াডে ফেরাল শাহরুখের দল।
দেখুন মিচেল স্টার্ককে কেনার মুহুর্তের ভিডিয়ো
The historic moment...!!!
Mitchell Starc at 24.75cr to KKR!pic.twitter.com/p4FA3rtPyn
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 19, 2023
নিলামের পর কেকেআর স্কোয়াড- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রহমনুল্লা গুরবাজ (আফগানিস্তান), জেসন রয় (ইংল্যান্ড), শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, মণীশ পাণ্ডে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রমনদীপ সিং, সাকিব হুসেন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, মুজিব উর রহমান (আফগানিস্তান),মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), সুয়েশ শর্মা, হর্ষিত রানা, অঙ্কুল রয়, গাস অ্যাটকিনসন (ইংল্যান্ড), চেতন সাকারিয়া, বৈভব অরোরা।।
বিদেশী ক্রিকেটার- মিচেল স্টার্ক, শেরফানে রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রহমনুল্লা গুরবাজ, মুজিব উর রহমান, গাস অ্যাটকিনসন। ।
নতুন মুখ- রমনদীপ সিং (পঞ্জাব), সাকিব হুসেন (বিহার), হর্ষিত রানা।।
নতুন এলেন- শ্রীকর ভরত।।
ফিরলেন- মিচেল স্টার্ক, মণীশ পাণ্ডে।