নবি মুম্বই, ২০ এপ্রিল: গতকাল, বেঙ্গালুরুর কাছে হারলেও বড় একটা রেকর্ড গড়ে ফেললেন লখনৌ সুপার জায়েন্টস-এর অধিয়াক লোকেশ রাহুল (Lokesh Rahul)। বিরাট কোহলির রেকর্ড ভেঙে টি-২০ ক্রিকেটে ভারতীয় হিসেবে দ্রুততম ৬ হাজার রানের মাইস্টোনে পৌঁছনোর রেকর্ড গড়লেন রাহুল। মুম্বইয়ে নবি মুম্বইয়ে আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে রাহুল এই নজির গড়েন। ১৭৯ ইনিংস খেলে টি২০ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন রাহুল।
সেখান বিরাট কোহলি ১৮৪টি টি-২০ ইনিংসে ৬ হাজার পূর্ণ করেছিলেন। টি-২০ ক্রিকেটে বিশ্বের মধ্যে দ্রুততম ৬ হাজার রানের মাইলস্টোন পৌঁছন ক্রিস গেইল (১৬২ ইনিংস) ও বাবর আজম (১৬৫)। রাহুল এই তালিকায় তিন নম্বরে থাকলেন। আরও পড়ুন: শতরান ছাড়াই ১০০ ম্যাচ, বিরাট কোহলির ঝুলিতে নয়া রেকর্ড
দেখুন টুইট
KL Rahul surpasses Virat Kohli to become fastest Indian to score 6000 T20 runs
More ➡️ https://t.co/KSurl6IFex#IPL2022 #KLRahul #ViratKohli #T20 pic.twitter.com/g4YVSfFL7C
— CricTelegraph (@CricTelegraph) April 20, 2022
তবে নজির গড়া এই ম্যাচে বিরাটদের কাছে হারলেন রাহুলরা। আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি-র দুরন্ত ৯৬ ও দলের অজি পেসার জোস হ্যাজেলউডের চার উইকেট নেওয়া স্পেলের সুবাদে বেঙ্গালুরু ১৮ রানে হারায় লখনৌ সুপার জায়েন্টসকে।