IPL 2022: হাসতে হাসতে হারল রে, পন্থদের কাছে পরাস্ত শ্রেয়সরা
Delhi Capitals

মুম্বই, ১০ এপ্রিল: আইপিএলে তাদের পঞ্চম ম্যাচে খেলতে নেমে হারল কলকাতা নাইট রাইডার্স। রবিবার ব্রাবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে উড়ে গেল কলকাতা। দিল্লির ২১৫ রানের জবাবে, কলকাতা ১৭১ রানে অল আউট হয়ে যায়। দিল্লির হয়ে দারুণ করেন পৃথ্বী শ (২৯ বলে ৫১), ডেভিড ওয়ার্নার (৪৫ বলে ৬১), অক্ষর প্যাটেল (১৪ বলে ২২ অপ), শার্দুল ঠাকুর (১১ বলে ২৯ অপ)। পাহাড় প্রমাণ চাপ নিয়ে জবাবে ব্যাট করতে নেমে কলকাতা ৩৮ রানের মধ্যে দলের দুই ওপেনার- ভেঙ্কটেশ আয়ার (৮ বলে ১৮), আজিঙ্কা রাহানে (১৪ বলে ৮)-কে হারায়। এরপর তৃতীয় উইকেটে শ্রেয়স আইয়ার-নীতীশ রানা চেষ্টা করেন। কিন্তু রানা (৩০)-র আউটের পর আর তেমন কোনও লড়াই দেখা যায়নি। বল-ব্যাট-ফিল্ডিং সবেতেই ব্যর্থ হয় কলকাতা।  পুরোন দল কেকেআর-এর বিরুদ্ধে দিল্লির স্পিনার কুলদীপ যাদব ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট। পন্থের দলের পেসার খলিল আহমেদ ২৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। বল হাতে ৪ ওভারে ৫১ রান দেওয়ার পর কামিন্স ৪ রানে আউট হন। উমেশ যাদবও বল হাতে একগদা রান দিয়ে বসেন। আসলে দিনটা আজ একেবারেই কলকাতার ছিল না।

অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩৩ বলে ৫৪ রান করে কুলদীপ যাদবের বলে স্ট্যাম্প হয়ে ফিরে যান। ৪ ম্যাচে দুটো-তে জিতে পয়েন্ট তালিকায় অনেকটা উঠে এল দিল্লি ক্যাপিটালস (৪ পয়েন্ট)। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স এখনও শীর্ষে থাকলে, নিশ্চিতভাবেই ক দিনের মধ্যেই শ্রেয়সরা নিচের দিকে নেমে যাবেন। আরও পড়ুন: ম্যাচের ৯১ মিনিটে নিজের বক্স থেকে লম্বা শটে অবিশ্বাস্য গোল গোলকিপারের, ভাইরাল ভিডিও

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ-ডেভিড ওয়ার্নরের ঝড় তোলেন। তারপর ইনিংসের শেষের দিকে অক্ষর প্যাটেল-শার্দুল ঠাকুরের দারুণ ব্যাটিংয়ে ভর করে চলতি আইপিএলের সর্বোচ্চ রান করে দিল্লি ক্যাপিটালস। ২৯ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন দিল্লির ওপেনার পৃথ্বী শ।

পরপর দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন পৃথ্বী। দিল্লির অপর ওপেনার ওয়ার্নার ৪৫ বলে ৬১ রান করেন। ওয়ার্নার-পৃথ্বী ওপেনিং জুটিতে ৫২ বলে ৯৩ রান করেন। তিন নম্বরে নেমে ১৪ বলে ২৭ রানের উপযোগী ইনিংস খেলেন। শেষের দিকে ষষ্ঠ উইকেটে অক্ষর-শার্দুল ২০ বলে ৪৯ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ করেন। অক্ষর ১৪ বলে ২২ ও শার্দুল ১১ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

কেকেআর পেসার উমেশ যাদব দেন ৪৮ রান দিয়ে নেন ওয়ার্নারের উইকেট, প্যাট কামিন্সের চার ওভারে দিল্লি করে ৫১ রান। তার মানে কলকাতার দুই পেসার ৮ ওভারে দেন ৯৯ রান। নারিন ২১ রান দিয়ে নেন ২টি উইকেট, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল নেন ১টি উইকেট।