কলকাতা, ৫ নভেম্বর: কলকাতায় (Kolkata) অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২০-এর (IPL 2020) নিলাম অনুষ্ঠান (Players Auction)। দেশের প্রথম আন্তর্জাতিক দিনরাত্রি ব্যাপী টেস্টের পর ২০২০ সালের আইপিএল-র নিলাম হতে চলেছে। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই নিলাম অনুষ্ঠান। আজ মঙ্গলবার মুম্বইয়ে (Mumbai) বৈঠক হয় আইপিএলের গভর্নিং কাউন্সিলের। তারপরেই জানা যায়, নিলাম সংক্রান্ত তথ্য। যদিও এই ব্যাপারে আইপিএল কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।
১৩ তম বছরে পা দিতে চলেছে আইপিএল ২০২০। ২০০৭ থেকে হয়েছে এই ক্রিক্রেট ম্যাচ (Cricket Match)। বিসিসিআই সূত্রে খবর, পরিচিত আটটি ফ্রাঞ্চাইজিই নিলামে অংশ নেবে বলে। নিলামের সর্বাধিক আর্থিক সীমা ৮৫ কোটি পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। গত বছরের থেকে যা তিন কোটি বেশি। সূত্র মারফত জানা গিয়েছে, এখনও খোলা রয়েছে আইপিএলের ট্রেডিং উইন্ডো। আগামী ১৪ নভেম্বর সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। তারপরেই ২০২০ আইপিএলের মিনি অকশান বা নিলাম অনুষ্ঠিত হবে। গত আইপিএলে খরচ না হওয়া তহবিল এবারের নিলামে ব্যবহার করতে পারবে ফ্রাঞ্চাইজিগুলি। আরও পড়ুন: Mushfiqur Rahim: আবার জয়ের দোরগোড়ায় এসে হারতে চাইনি: মুশফিকুর রহিম
ফ্রাঞ্চাইজিগুলির অবশিষ্ট তহবিল-
চেন্নাই সুপার কিংস : ৩.২ কোটি
কলকাতা নাইট রাইডার্স : ৬.০৫ কোটি
মুম্বই ইন্ডিয়ান্স : ৩.৫৫ কোটি
দিল্লি ক্যাপিটলস : ৭.৭ কোটি
সাইরাইজার্স হায়দরাবাদ : ৫.৩০ কোটি
কিংস ইলেভেন পাঞ্জাব : ৩.৭ কোটি
রাজস্থান রয়্যালস : ৭.১৫ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ১.৮০ কোটি