মুম্বই, ১২ সেপ্টেম্বর: এশিয়া কাপে ব্যর্থতার পরও, আগামী মাসে অস্ট্রেলিয়ায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে তেমন কোনও পরিবর্তন হল না। এশিয়া কাপের ব্যর্থতাকে আমল না দিয়ে টি-২০ বিশ্বকাপের দল বাছলেন ভারতীয় নির্বাচকরা। মোটের ওপর এশিয়া কাপের দলটাই বিশ্বকাপে যাচ্ছে। রবীন্দ্র জাদেজা, রবি বিষ্ণুই, আবেশ খান, দীপক চাহার ছাড়া, তাদের পরিবর্তে বুমরা, হর্ষলদের নিয়ে এশিয়া কাপে খেলা টিম ইন্ডিয়াই খেলবে টি-২০ বিশ্বকাপ।
প্রত্যাশমতই চোট সারিয়ে দলে ফিরলেন ভারতের এক নম্বরে পেসার জশপ্রীত বুমরা। বুমরা-র মতই চোট সারিয়ে বিশ্বকাপে যাচ্ছেন হর্ষল প্যাটেল। এশিয়া কাপে ভারতীয় বোলিং দেখে অনেকেই দাবি করেছিলেন মহম্মদ সামিকে বিশ্বকাপ দলে রাখার। কিন্তু সামিকে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে রাখলেও, বিশ্বকাপে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হল। মানে দলের কোনও পেসারের চোট লাগলে তবেই সামি টি২০ বিশ্বকাপে স্কোয়াডে ঢুকতে পারবেন।
আগামী ২৩ অক্টোবর, অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপ ২০২২-র প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। সুপার ১২-তে টিম ইন্ডিয়ার গ্রুপে আছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ও দুটি যোগ্যতা নির্ণয় করে আসা দল। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। আরও পড়ুন-অগাস্টের সেরা ক্রিকেটার সিকান্দার রাজা
টি-২০ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড
🚨 JUST IN 🚨
The BCCI have announced the Indian squad for the upcoming T20 World Cup 🇮🇳 🏏#India #TeamIndia #T20WorldCup #CricketTwitter pic.twitter.com/JCXZ7RvXN4
— Sportskeeda (@Sportskeeda) September 12, 2022
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দল
Jasprit Bumrah - back in the squad ✅
Mohammed Shami - back in the squad ✅
Harshal Patel - back in the squad ✅
BCCI have announced India's squad for the upcoming T20I series against Australia and South Africa before the T20 World Cup.#India #RohitSharma #INDvsAUS #INDvsSA pic.twitter.com/rw7RhUfBFu
— Wisden India (@WisdenIndia) September 12, 2022
চোটের কারণে রবীন্দ্র জাদেজা খেলতে না পারায় তাঁর পরিবর্তে অক্ষর প্যাটেলকেই বিশ্বকাপ দলে রাখা হল। প্রত্যাশামতই স্পেশালিস্ট ব্যাটার হিসেবে বিশ্বকাপ দলে আছেন- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব। দুই উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ, দীনেশ কার্তিক। দুই অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দীপক হুডা। দুই স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল। চার স্পেশালিস্ট পেসার হিসেবে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে খেলতে যাচ্ছেন বুমরা, ভূবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, ও হর্ষল প্যাটেল।
সবচেয়ে বড় প্রশ্ন ছিল টি-২০তে দারুণ ফর্মে থাকা সঞ্জু স্যামসন-কে নিয়ে নির্বাচকরা কী করেন তা নিয়ে। কিন্তু পন্থ, কার্তিক, হুডা-রা এশিয়া কাপে তেমন কিছু করতে না পারলেও তাঁদের রেখে সঞ্জুকে ব্রাত্য করে রাখা হল। ঠিক যেমন অশ্বিন দাগহ কাটতে না পারলেও, তাঁকে দলে রেখে রবি বৈষ্ণুইকে বাদ দেওয়া হল। সামি-কে না রেখে টি-২০ বিশ্বকাপ দলে আর্শদীপ সিংয়ের ওপরেই আস্থা রাখা হল।
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরা, হর্ষল প্যাটেল, ভূবনেশ্বর কুমার, আর্শদীপ সিং।
(স্ট্যান্ডবাই-মহম্মদ সামি)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, দীপক চাহার, হর্ষল প্যাটেল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরা, দীপক চাহার, হর্ষল প্যাটেল, আর্শদীপ সিং।