KL Rahul celebrates after scoring a century (Photo Credits: @BCCI/Twitter)

প্রথমে নাগপুর, তারপর দিল্লি। বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সিরিজে অনায়াসে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এরই মাঝে সিরিজের বাকি দুটি টেস্টের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হল। দল ঘোষণায় একমাত্র চমক হল সহ অধিনায়কের নাম ঘোষণা করা হল না। যেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম দুটি টেস্টে সহ অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। সিরিজের শেষ দুটি টেস্টের জন্য রাহুলকে রেখে দেওয়া হলেও, তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হল সহ অধিনায়কত্ব।

অজিদের হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখলেও কিছু বিষয়ে চিন্তায় থাকছে ভারতীয় শিবির। তাদের মধ্যে সবচেয়ে বড় হল ওপেনার কেএল রাহুলের ফর্ম। নাগপুরে প্রথম ইনিংসে ২০, কোটলায় দুটি ইনিংসে যথাক্রমে ১৭ ও ১ রানে আউট হন রাহুল। কর্ণাটকের তারকা এই ওপেনারকে দেখেই বোঝা যাচ্ছে তিনি একেবারেই ফর্মে নেই। এদিকে রাহুলকে জায়গা দিতে বসিয়ে রাখতে হচ্ছে অবিশ্বাস্য ফর্মে থাকা শুবমান গিলকে। রাহুলের জায়গায় স্কোয়াডে রাখা যাচ্ছে না ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলা মায়াঙ্ক আগরওয়াল, ঋতুরাজ গায়কোয়েড়, সরফরাজ খানদের মত প্রতিশ্রুতিমান ক্রিকেটারদেরও।

টেস্টে রাহুলের শেষ দুটি ইনিংসের অবদান হল এমন ১,১৭,২০, ২,১০,২৩,২২,১০,১২,৮। দু বছর হতে চলল টেস্টে সেঞ্চুরি নেই তাঁর। ৪৭টা টেস্ট খেলে ব্যাটিং গড় মাত্র ৩৩। যা নিয়ে কটাক্ষ করে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ রাহুলকে দলে রাখার বিষয়ে প্রশ্ন তুলেছেন। টুইটার ট্রেন্ডেই পরিষ্কার টানা অফ ফর্মে থাকা রাহুলকে দলে রাখা নিয়ে নেটিজেনরাও কতটা বিরক্ত। আরও পড়ুন-টানা দুটো টেস্টে ম্যাচের সেরা জাদেজা

তবে কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা সহ টিম ম্যানজেমন্ট রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন। রাহুলকে সিরিজের শেষ দুটি টেস্টে দলে রাখতে রাজি ছিলেন না নির্বাচকরা। কিন্তু টিম ম্যানেজমেন্টের কথা শুনে রাহুলকে রেখে দেওয়া হল ইন্দোর ও আমেদাবাদ টেস্টে। তবে এবার ইন্দোরে রাহুলকে বাদ দিয়ে হয়তো গিলকে ওপেন করতে পাঠানো হবে রোহিতের সঙ্গে। ভারতের শেষ দুটি টেস্টের জন্য স্কোয়াডে বিশেষ পরিবর্তন হল না। চোট এখনও না সারায় জশপ্রীত বুমরাকে ফেরানো হল না স্কোয়াডে। বুমরাকে হয়তো একেবারে আইপিএলেই দেখা যাবে। রঞ্জি ফাইনালের জন্য সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকটকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হল।

তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শুবমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), আর অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকট, উমেশ যাদব।