এশিয়া কাপ জয়ের পর এবার রোহিত শর্মার ব্রিগেডে মিশন বিশ্বকাপ। তার আগে বিশ্বকাপের প্রস্তুতি সারতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। আর অজিদের বিরুদ্ধে এই সিরিজের ভারতীয় স্কোয়াডের ঘোষণা হতে চলেছে আজ, সোমবার রাত সাড়ে আটটায়।
বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতি হিসেবে ২২ সেপ্টেম্বর, শুক্রবার মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে যথাক্রমে ২৪ সেপ্টেম্বর (ইন্দোর) ও ২৭ সেপ্টেম্বর (রাজকোট)। বিশ্বকাপে রাউন্ড রবীন লিগে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হবে ৮ অক্টোবর, চেন্নাইয়ে।
দেখুন টুইট
India's squad for the Australian ODI series will be announced at 8.30pm.
Rohit Sharma and Ajit Agarkar will address the Press Conference. pic.twitter.com/FFKn6AhsQW
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 18, 2023
প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে টিম ইন্ডিয়ার স্কোয়াড নির্বাচনের সাংবাদিক সম্মেলনে থাকতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা। জোর জল্পনা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরাদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। এমনকী খোদ অধিনায়ক রোহিত শর্মাকেও বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। সেক্ষেত্রে কেএল রাহুল বা শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলতে পারে ভারত। অস্ট্রেলিয়া পূর্ণশক্তি নিয়ে প্যাট কামিন্সের নেতৃত্বে এই সিরিজে নামতে চলেছে।