Indian Team Meets PM Modi Photo Credit: Twitter@ANI

২৯ জুন দক্ষিণ আফ্রিকাকে ৭রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের চারদিন পর ট্রফি নিয়ে দেশে ফিরল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ভোর ৬টা নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে সোজা আইটিসি হোটেলে চলে যান বিরাট, রোহিতরা। সেখানে ভারতীয় দলের জার্সির রঙের কেক কাটা হয়। এরপর সকাল ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বকাপজয়ীরা। প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা সহ গোটা দল আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। প্রধানমন্ত্রীকে বেশ খোশমেজাজে গোটা টিমের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়।

যে জার্সি পরে ভারতীয় দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেই জার্সি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়নি রোহিতদের। পোশাক বদল হয়েছে তাঁদের। রোহিতদের টি২০ বিশ্বকাপের জার্সির সামনে লেখা হয়েছে 'চ্যাম্পিয়নস' এবং বিসিসিআই লোগোর ওপর একটি তারার বদলে যুক্ত করা হয়েছে আরও একটি তারা। অর্থাৎ দুবারের টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বদলে গেল জার্সিও । 

দেখুন সেই ছবি-