Photo Credit_Twitter

বড় অঘটন থেকে বাঁচল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচে মাত্র 95 রান করেও জয় পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীত কৌররা জিতলেন ৮ রানে। ছোট টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের মহিলা দল মাত্র ৮৭ রানে অলআউট হয়ে গেল।

এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জেতা নিশ্চিত করল ভারতীয় মহিলা দল। ভারতের জয়ে বড় ভূমিকা নিলেন দলের দুই স্পিনার শেফালী ভার্মা ও দীপ্তি শর্মা। ম্যাচের সেরা দীপ্তি শর্মা ১২ রানে ৩ উইকেট নেন। দীপ্তি ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। আরও পড়ুন-অ্যাসেজের চতুর্থ টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, জায়গা হল কি জিমির!

বাংলাদেশের মতো দুর্বল দলের বিরুদ্ধে জিতলেও হরমনপ্রীত, স্মৃতি মন্দনা-দের মত বড় তারকাদের ব্যাটিং হতাশ করল। অধিনায়ক হরমনপ্রীত কৌর প্রথম বলেই আউট হয়ে যান। স্মৃতি (১৩) থেকে জেমাইমা রডরিগেজ (৮), শেফালি ভর্মা (১৯) থেকে যস্তিকা ভাটিয়া (১১) ব্যাট হাতে ব্যর্থ হলেন। ৬১ রানে ৬ উইকেট হারানোর পর ভারতের মুখ কিছুটা হলেও রক্ষা করেন টেলেন্ডাররা। ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বাংলাদেশের স্পিনার সুলতানা খাতুন। ব্যাট হাতে বাংলাদেশের একা লড়লেন শুধু অধিনায়িকা নিগার সুলতানা (৩৮)। নিগার সুলতানা ছাড়া আর কোনও বাংলাদেশী ব্যাটার দু অঙ্কের রান করতে পারেননি। বাংলাদেশের ব্যাটাররা আরেকটু অভিজ্ঞতার পরিচয় দিলে মিরপুরের মাটিতেই বড় অঘটন ঘটে যেত।

মহিলাদের ক্রিকেটে ভারত এখন বড় শক্তি। মহিলাদের আইপিএল চালুর পর ভারতের মহিলা ক্রিকেটারদের রোজকার আকাশ ছোঁয়া। বাংলাদেশের মহিলা ক্রিকেট সেখানে অনেকটাই পিছনের সারিতে। তবু সীমিত সাধ্য নিয়ে দারুন লড়াই করলেন হরমানপ্রীতদের বিরুদ্ধে। তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ খেলা বৃহস্পতিবার। এরপর ১৬ জুলাই থেকে শুরু ভারতীয় মহিলা ও বাংলাদেশ মহিলা দলের তিন ম্যাচের ওয়ানডজে সিরিজ।