Shrutika Patil & Kajal (Photo Credits: @SportsArena1234/ X)

অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে (U17 Wrestling Championship) ভারতের মহিলা কুস্তিগীরদের ঝলমলে প্রদর্শনীতে বৃহস্পতিবার চারজন কুস্তিগীর শিরোপা জিতেছেন এবং কমপক্ষে আরও দু'জন সোনার লড়াইয়ে রয়েছেন। অদিতি কুমারী (৪৩ কেজি), নেহা (৫৭ কেজি) এবং পুলকিত (৬৫ কেজি) এবং মানসী লাথার (৭৩ কেজি) নিজ নিজ বিভাগে অসাধারণ স্বাচ্ছন্দ্যে বিশ্ব খেতাব জিতেছেন। কাজল (৬৯ কেজি) এবং শ্রুতিকা শিবাজি পাতিলও (৪৬ কেজি) ফাইনালে ওঠার পর শুক্রবার স্বর্ণপদকের লড়াইয়ে অংশ নেবেন। ভারত আরও পদক জিততে পারে কারণ রাজ বালা (৪০ কেজি) ব্রোঞ্জ প্লে-অফে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মুসকান (৫৩ কেজি), রজননীতা (৬১ কেজি) এখনও রেপেচেজ রাউন্ডে পোডিয়াম ফিনিশ করার লড়াইয়ে রয়েছেন। ৪৯ কেজি ওজন শ্রেণিতে কোনও কুস্তিগীরকে মাঠে নামাতে না পারলেও ভারতের এখন মহিলা দলের ট্রফি জয় নিশ্চিত। Sainath Pardhi Wins Bronze: অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন সাইনাথ পারধি, ফাইনালে চার ভারতীয় মহিলা কুস্তিগীর

৪৩ কেজি বিভাগে গ্রিসের মারিয়া লুইজা গকিকাকে ৭-০ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন অদিতি। ৫৭ কেজি বিভাগের ফাইনালে নেহা জাপানের সো সুইটসুইকে পরাস্ত করে দুই পায়ের আক্রমণে দাঁড়িয়েছিলেন। নেহা সোনার পদকের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বীকে খুব কমই সুযোগ দিয়েছেন। ৬৫ কেজি বিভাগের ফাইনালে নিরপেক্ষ অ্যাথলিট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা দারিয়া ফ্রোলোভার মুখোমুখি হন পুলকিত। ফ্রোলোভা বিজয়ী পদক্ষেপটি পাওয়ার জন্য একটি মরিয়া চেষ্টা করেন তবে পুলকিত শিরোপা দাবি করতে চূড়ান্ত ২০ সেকেন্ডে ভালভাবে রক্ষা করেন। ৭৩ কেজি বিভাগের ফাইনালে হানা পিরস্কায়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রতিদ্বন্দ্বীকে পিন করেন লাথার। রোনাক দাহিয়া ও সাইনাথ পারধির (৫১ কেজি) সঙ্গে গ্রেকো রোমান স্টাইলে দুটি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত।