(Photo Credits: Twitter)

বৃষ্টির আশঙ্কা ছিল। সেটাই হল। রবিবার কলম্বোয় ভারত প্রথমে ব্যাট করতে নেমে ২৪.১ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৪৭ রানে থাকা অবস্থায় সেই যে মুষলধারে বৃষ্টি শুরু হল, তা আর খেলা শুরুর মত থামল না। মাঝে কিছুক্ষণ গ্রাউন্ডসম্যানরা চেষ্টা করলেও বারবার বৃষ্টি এসে সব মাটি হয়ে গেল। রাত ৯টা নাগাদ (ভারতীয় সময়) আম্পয়াররা জানিয়ে দিলেন, আগামিকাল, সোমবার রিজার্ভ ডে-তে গড়াল ম্যাচ। ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান থেকে ভারতের ইনিংস কাল, সোমবার শুরু হবে। চলতি এশিয়া কাপের নিয়ম অনুযায়ী রিজার্ভ ডে এড়ানোর জন্য আজ, রবিবারই খেলা শুরুর যাবতীয় চেষ্টা করা হচ্ছিল।

পাকিস্তানের ইনিংসের ২০ ওভার খেলা হলেও আজই ম্যাচের নিষ্পত্তি হত। কিন্তু বন্যার মত বৃষ্টি চলা কলম্বোয় সেটাও সম্ভব হল না। সোমবারও বিকেল থেকে কলম্বোয় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস অবশ্য দীর্ঘদিন ধরেই ছিল।

তাই কথা হয়েছিল সুপার ফোর ও ফাইনালটা কলম্বো থেকে সরিয়ে হাম্বানতোতায় সরিয়ে দেওয়ার। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে কলম্বো থেকে সরেনি এশিয়া কাপ। এতে কাঠগড়ায় উঠছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ।

দেখুন টুইট

রণ কলম্বোয় এই সময় বৃষ্টি হবে জেনেও কেন তিনি শ্রীলঙ্কার পরিবর্তে দুবাইয়ে টুর্নামেন্টের আয়োজন করলেন না। বিশ্বকাপের ঠিক আগে এবারের এশিয়া কাপে এশিয়ার দেশগুলির কাছে প্রস্তুতির বড় সুযোগ। কিন্তু কোথায় কী প্রস্তুতি। গত রবিবারের মত এই রবিবারও আরও একটা ভারত-পাকিস্তান ম্য়াচ পুরো ভেস্তে গেল। তবে একটাই সান্তনার এবার রিজার্ভ ডে থাকছে।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পর ভারত এই প্রথম রিজার্ভ ডে-তে ওয়ানডে ম্যাচ খেলবে।