মহম্মদ সিরাজের অনবদ্য স্পেলে কুইন্স পার্ক ওভালের চতুর্থ দিনে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১০৮ ওভারে ২২৯-৫ থেকে এ দিন ৭.৪ ওভারেই মাত্র ২৬ রান করে বাকি ৫ উইকেট হারায়। কেরিয়ারে প্রথম বার ইনিংসে পাঁচ উইকেট নেন মহম্মদ সিরাজ। শেষ পাঁচ উইকেট হারিয়ে ২৫৫ রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজ।যার ফলে ভারত প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড নেয়।
ম্যাচের চতুর্থ দিন বেশ কয়েক বার খেলা থামে বৃষ্টির জন্য। তবে যতটুকু খেলা হয়েছে তার মাঝে বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা দেখায় ভারতের ওপেনিং বিগ্রেড। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৮১ রান তোলে ভারত। লক্ষ্য করার বিষয় দ্বিতীয় ইনিংসে ভারত ওভার প্রতি ৭.৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬৫ রানের লক্ষ্য দিয়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত।
অধিনায়ক রোহিত শর্মা ৪৪ বলে ৫৭ রানে ফেরেন। যশস্বী করেন ৩০ বলে ৪৮। ব্যাটিং অর্ডারে চার নম্বরে নেমে ৩৪ বলে ৫২ রানে অপরাজিত থাকেন ঈশান কিষাণ। এটি তাঁর টেস্ট কেরিয়ারে প্রথম অর্ধশতরান।ঈশানের স্ট্রাইকরেট ছিল প্রায় ১৫৩। শুভমন গিল ৩৭ বলে ২৯ রান করেন। শুভমন ছাড়া বাকি তিন জনই ওভার বাউন্ডারি মেরেছেন।
That's a smashing way to bring your maiden Test 50*@ishankishan51
.
.#INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/WIFaqpoGiD
— FanCode (@FanCode) July 23, 2023
৩৬৫ রান তাড়া করতে নেমে পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট খুইয়ে ৭৬ রানে পৌঁছেছে। দুটি উইকেটই নিজের ঝুলিতে ভরেন রবিচন্দ্রন অশ্বিন। এই মুহুর্তে তাজেনারিন চন্দরপল এবং সহ-অধিনায়ক জারমেইন ব্ল্যাকউড যথাক্রমে ২৪ এবং ২০ রানে অপরাজিত আছেন ক্রিজে।
2ND Test. 31.2: Ravichandran Ashwin to Jermanie Blackwood 4 runs, West Indies 76/2 https://t.co/d6oETzpeRx #WIvIND
— BCCI (@BCCI) July 23, 2023