India Vs West Indies: বিশ্বকাপের পর প্রথম ম্যাচে নেমে টিম ইন্ডিয়ার জয়, ৯৬ রান তুলতেও ভারতের ৬ উইকেট পড়ল
জয় দিয়ে ক্যারিবিয়ান সফর শুরু ভারতের। ((Photo Credits: Getty)

ফ্লোরিডা, ৪ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা জয় দিয়ে হল ভারতের (Team India)। যদিও বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে নেমে জয়টা মোটেও সহজ হল না। শনিবার ফ্লোরিডায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৯৬ রান তাড়া করতে নেমেও কোনও রকমে চার উইকেটে জিতল বিরাট কোহলির দল।

জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করলেন দিল্লির পেসার নভদীপ সাইনি (Navdeep Saini )। মাত্র ১৭ রান দিয়ে ক্যারিবিয়ান টপ অর্ডারের সেরা তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হরিয়ানা জন্ম দিল্লির হয়ে রঞ্জি খেলা পেসার নভদীপের। ২ উইকেট নিয়ে ভুবনেশ্বর কুমারও ভাল বল করলেন। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত ১-০ এগিয়ে গেল। আজ, রবিরবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। আরও পড়ুন-শাশুড়িকে ফাঁকা জায়গায় টেনে নিয়ে ধর্ষণ জামাইয়ের

ভারতীয় দলের আর যে ৬জন বোলার বল করেন তারা সবাই উইকেট পান। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারই শূন্য রানে আউট হন। কায়রন পোলার্ড দলের মহাবিপর্যয়ের মাঝেও ৪৯ রানের ভাল ইনিংস খেলেন। পোলার্ড ছাড়া ক্যারিবিয়ান ইনিংসে একমাত্র দুই অঙ্কের রানা করেন নিকোলাস পোরান (২০)। দুই ওপেনার সহ ক্যারিবিয়ান ইনিংসে মোট ৫জন শূন্য রানে আউট হন।

জয়ের জন্য মাত্র ৯৬ রান তাড়া করতে নেমে ভারত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন। শিখর ধাওয়ান (১) শুরুতেই আউট হন। রোহিত শর্মা (২৪) বেশিক্ষণ টেকেননি। চারে নেমে ঋষভ পন্থ খাতাই খুলতে পারেননি। বিরাট কোহলি (১৯), মনীশ পান্ডে (১৯), ক্রুনাল পান্ডিয়া (১২) -ও বিশেষ কিছু করতে পারেননি। শেষ অবধি জাদেজা (১০) ও ওয়েশিংটন সুন্দর (৮) দলের জয় নিশ্চিত করেন। মূলত বোলারদের সৌজন্যেই ভারত এই ম্যাচে জিতল। ভারতের কোনও ব্যাটসম্যানই ২৫ রান করতে পারেননি। সর্বোচ্চ রোহিত শর্মা (২৪)।