কলম্বো, ২৮ জুলাই: ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হওয়ার পর ভারতীয় দল শেষ অবধি আজ, বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১ জনকে নামাতে পারল। গতকাল ক্রুনালের করোনা ধরা পড়ার পর ভারত-শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ পিছিয়ে যায়। আজ, বুধবার টি টোয়েন্টির সিরিজের সেই দ্বিতীয় ম্যাচ আয়োজিত হচ্ছে। কাল, বৃহস্পতিবার ওই সিরিজ ও ভারতের লঙ্কা সফরের শেষ ম্যাচ। এদিন দ্বিতীয় টি২০ ম্যাচ শুরুর আগে মনে হচ্ছিল টিম ইন্ডিয়া আজ ১১জনকে নামাতে পারবে না, অনেকে জল্পনা করেছিলেন শেষ পর্যন্ত হয়তো কোচ রাহুল দ্রাবিড়কে নামাতে হতে পারে।
We've got 11 to choose from and all 11 are playing: Rahul Dravid 😄
From the playing/remaining 11, who are you looking forward to 😉
WATCH NOW!
📺 Sony TEN 1, Sony TEN 3, Sony TEN 4, Sony SIX#JeetneKiZid #HungerToWin #SLvIND #INDvSL pic.twitter.com/NNuNEv9VTT
— Sony Sports (@SonySportsIndia) July 28, 2021
কারণ করোনা পজেটিভ ক্রুনালের সংস্পর্শে আসায় ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটারকে আইসোলেশনে যেতে হবে। করোনা রিপোর্ট নেগেটিভ এলেও ক্রুনালের অনেকটা বেশি সংস্পর্শে আসায় হার্দিক পান্ডিয়া, ঈষাণ কিষাণ, সূর্যকুমার যাদব, পৃথ্বী শ-কে আইসলোশনে পাঠানো হয়।
Hello & Good Evening from Colombo 👋
Sri Lanka have elected to bowl against #TeamIndia in the 2⃣nd #SLvIND T20I.
Follow the match 👉 https://t.co/Hsbf9yWCCh
Here's India's Playing XI 👇 pic.twitter.com/yqyeobUxuu
— BCCI (@BCCI) July 28, 2021
এমনও শোনা যাচ্ছিল অধিনায়ক শিখর ধাওয়ানকেও নিভৃতবাসে থাকতে হবে, সেক্ষেত্রে ভূবনেশ্বর কুমারকে নেতৃত্ব দিতে হতে পারে। তবে শেষ অবধি ধাওয়ান খেলছেন। এই ম্যাচে দেশের হয়ে ওয়ানডে-তে অভিষেক হল দেশের চার ক্রিকেটারের। তাঁরা হলেন- কেকেআর-এর দিল্লির ব্যাটসম্যান নীতীশ রানা, চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়েড়, আরসিবি-র ব্যাটসম্যান দেবদত্ত পাদিকাল ও রাজাস্থান রয়্যালসের বাঁ হাতি পেসার চেতন সাকারিয়া। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে শ্রীলঙ্কা।