India vs Pakistan (Photo Credits: Getty Images)

টি-২০ বিশ্বকাপে সুপার ১২-র পর্বে আজ, রবিবার দুপুর মুখোমুখি ভারত-পাকিস্তান। মেলবোর্নে হতে চলা এই মেগা ম্যাচে জিততে মরিয়া ভারত। গত বছর টি-২০ বিশ্বকাপে হারের বদলা নিতে মরিয়া রোহিতা শর্মা-রা। অন্যদিকে, পাকিস্তান চাইছে বড় ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে কাপ জিততে। টি২০ বিশ্বকাপের ইতিহাস ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ৬ বার। গত বছরের আগে টি২০ বিশ্বকাপে পাঁচটা সাক্ষাতেই জিতেছিল টিম ইন্ডিয়া।

অধিনায়ক হিসেবে রোহিত শর্মা-র এটা প্রথম ম্যাচ হতে চলেছে। রোহিত চাইছেন, জয় দিয়ে শুরু করতে। বিরাট কোহলি এই মহারণে কেমন করেন সেটা দেখার। ভারতের সবচেয়ে শক্তির জায়গা লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের ফর্ম। ফিনিশার দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়ার দিকেও নজর থাকছে।

এক নজরে দেখে নেওয়া যাক ভারতা-পাকিস্তান ম্যাচ কখন, কোথায় সরাসরি দেখা যাবে-

ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে, কোথায় আয়োজিত হবে

টি-২০ বিশ্বকাপে সুপার ১২-র প্রথম ম্যাচে আজ, রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)।

কখন থেকে শুরু হবে ম্যাচ

ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হবে খেলা

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে

চলতি টি-২০ বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। এই ম্যাচ সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ১ ও ৩, স্টার স্পোর্টস ১ ও ৩ এইচডি, স্টার সিলেক্ট এইচডি ১ চ্যানেলে

দূরদর্শনে কি সরাসরি দেখানো হবে

টি২০ বিশ্বকাপে ভারতের সব ম্যাচ সরাসরি দূরদর্শনে দেখানো হবে। সেমিফাইনাল, ফাইনালও সরাসরি দূরদর্শনে সম্প্রচার করা হবে। তবে ফ্রি ডিশের মাধ্যমেই একমাত্র দেখা যাবে।

রেডিয়োতে সরাসরি ধারাবিবরণী করা হবে কি?

হ্যাঁ, প্রসার ভারতীর বিভিন্ন রেডিও চ্যানেলে সরাসরি ধারাবিবরণী করা হবে ম্যাচ

অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা

ডিজনি+হটস্টারে দুপুর দেড়টা থেকে দেখানো হবে ম্যাচ