এশিয়া কাপের সুপার ফোরে কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ গতকালের মত আজ,সোমবার রিজার্ভ ডে-তেও বৃষ্টি চলছে। বৃষ্টির কারণে সোমবার নির্ধারিত সময়ে শুরু হতে পারল না ম্যাচ। এবার আবার গতকালের মত বৃষ্টি থামার অপেক্ষা। এদিন বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে ফাইনাল কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম থেকে ক্যান্ডিতে সরার নিশ্চিত হচ্ছে। কলম্বোয় সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তবে বেলা বাড়তে বৃষ্টি থামে। তবে ফের আকাশ মেঘলা করে, বজ্রবিদুত সহ বৃষ্টি শুরু খেলা শুরু হওয়ার ঘণ্টা দুয়েক আগে।
গ্রাউন্ডসম্যানরা চেষ্টা করছিলেন নির্ধারিত সময়ে খেলা শুরু করার। কিন্তু এখনও বৃষ্টি থামার নাম নেই। আশার কথা একটাই বিকেলের পর আকাশ কিছুটা পরিষ্কার থাকার পূর্বাভাস আছে। পাকিস্তান ২০ ওভার ব্যাট করার সুযোগ পেলেও খেলা হবে। ভারতের ইনিংস ২৪.১ ওভার ২ উইইকেটে ১৪৭ রান থেকে শুরু হবে খেলা। বিরাট কোহলি ৮ ও লোকেশ রাহুল ১৭ রানে অপরাজিত রয়েছেন।
রবিবার কলম্বোয় ভারত প্রথমে ব্যাট করতে নেমে ২৪.১ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৪৭ রানে থাকা অবস্থায় সেই যে মুষলধারে বৃষ্টি শুরু হল, তা আর খেলা শুরুর মত থামল না।
দেখুন কলম্বোর পরিস্থিতি
2.35pm - rain stopped.
2.43pm - covers coming off.
2.53pm - rain has started again. pic.twitter.com/EgfWW6va3Z
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 11, 2023
দেখুন ছবিতে
India Vs Pakistan Day 2 start delayed due to rain. pic.twitter.com/GQuU36uI6k
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 11, 2023
ভারত আর ব্য়াটের সুযোগ না পেলে পাকিস্তানকে জিততে হলে ডিএল পদ্ধতিতে কত করতে হবে?
২০ ওভার: ১৮১ রান
২০ ওভার: ১৮৭ রান
২০ ওভার: ১৯৪ রান
২০ ওভার: ২০০ রান
২০ ওভার: ২০৬ রান
এখনও পর্যন্ত কতটা হয়েছে ম্যাচ
টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দারুণ শুরু করেন ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুবমন গিল। হাফ সেঞ্চুরি করার পর রোহিত (৪৯ বলে ৫৬), গিল (৫২ বলে ৫৮ রান) আউট হয়ে প্য়াভিলিয়নে ফিরে গিয়েছেন। এরপর বিরাট কোহলি ও লোকেশ রাহুল দলের রানকে এগিয়ে যাওয়ার সময় কলম্বোয় ঝাঁপিয়ে নামে বৃষ্টি। ২৪.১ ওভারে ভারতের ২ উইকেটে ১৪৭ রানে থাকা অবস্থায় বৃষ্টি আসায় খেলা বন্ধ রাখতে হয়।