হারলেই বিশ্বকাপ থেকে বিদায় আবার জিতলে সেমিফাইনালে ওঠার আশা টিকে থাকবে এমন এক সমীকরণের ম্যাচে বুধবার টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বল হাতে শুরুটা ভাল করে টিম টাইগার্স। রোহিতের উইকেট নিতে সফল হয় দ্রুত। তবে টাইগারদের সামনে বাঁধা হয়ে দাঁড়ান বিরাট কোহলি। ৪৪ বলে ৬৪ রান করে বিরাট কোহলি অপরাজিত থাকেন।শেষ পর্যন্ত তাকে থামাতে না পারায় মাশুল গুনতে হয় সাকিবদের। ভারতকে হারাতে তাদের লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় ১৮৫ রানে।
India finish strongly to set Bangladesh a target of 185 🔥
Who is winning?#T20WorldCup | #INDvBAN | 📝: https://t.co/HSr0Div7W0 pic.twitter.com/5LVYY7bokA
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2022
১৮৪ রান করতে ভারত ৬ উইকেট হারায়। যার মধ্যে ৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং ৩৩ রান দিয়ে সাকিব আল হাসান নেন ২ উইকেট।
ICC #T20WorldCup2022 | Half-centuries from Virat Kohli and KL Rahul guide India to 184/6 in 20 overs against Bangladesh. Virat Kohli top scores with an unbeaten 64.
— ANI (@ANI) November 2, 2022