হারলেই বিশ্বকাপ থেকে বিদায় আবার জিতলে সেমিফাইনালে ওঠার আশা টিকে থাকবে এমন এক সমীকরণের ম্যাচে বুধবার টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বল হাতে শুরুটা ভাল করে টিম টাইগার্স। রোহিতের উইকেট নিতে সফল হয় দ্রুত। তবে টাইগারদের সামনে বাঁধা হয়ে দাঁড়ান বিরাট কোহলি। ৪৪ বলে ৬৪ রান করে বিরাট কোহলি অপরাজিত থাকেন।শেষ পর্যন্ত তাকে থামাতে না পারায় মাশুল গুনতে হয় সাকিবদের। ভারতকে হারাতে তাদের  লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় ১৮৫ রানে।

 ১৮৪ রান করতে ভারত ৬ উইকেট হারায়। যার মধ্যে ৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং ৩৩ রান দিয়ে সাকিব আল হাসান  নেন  ২ উইকেট।