চট্টগ্রাম, ১৫ ডিসেম্বর: চট্টগ্রামে টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ব্যক্তিগত ৯০ রানে শ্রেয়স আইয়ার আউট হলেও, ব্যাট হাতে মাতিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অশ্বিনের ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে কোণঠাসা জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে ভাল জায়গায় টিম ইন্ডিয়া। চট্টগ্রামে টেস্টের দ্বিতীয় দিনে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন অশ্বিন। টেস্টে অশ্বিনের এটি ১৩তম হাফ সেঞ্চুরি।
পাঁচদিনের ক্রিকেটে অশ্বিনের ৫টা সেঞ্চুরি আছে। টেস্টে আর ৮টা উইকেট নিলেই ৪৫০-র মাইলস্টোন গড়বেন তিনি। আর টেস্টে ব্যাট হাতে তিন হাজার রানের দোরগড়ায় দাঁড়িয়ে তামিলনাড়ুর ৩৬ বছরের তারকা স্পিনার-অলরাউন্ডার। এদিন,চট্টগ্রামে ব্যাট হাতে অশ্বিনকে যোগ্য সঙ্গত দিচ্ছেন কুলদীপ যাদব।
দেখুন টুইট
13th fifty for Ravi Ashwin, he has been incredible with bat in the last few years since the Australian tour. pic.twitter.com/oT3FMpFNSG
— Johns. (@CricCrazyJohns) December 15, 2022
এদিন, শ্রেয়স আইয়ার (৯০)-কে বোল্ড করে দেন তাইজুল ইসলাম। ২৯৩ রানে ৭ উইকেট হারায় ভারত। তখন মনে হচ্ছিল ৩২৫-র মধ্যে ভারতকে অল আউট করে সুবিধাজন জায়গায় থাকবে বাংলাদেশ। কিন্তু অষ্টম উইকেটে কুলদীপকে নিয়ে দারুণ লড়াই করে দলকে স্বস্তির জায়গায় নিয়ে যান অশ্বিন। অষ্ঠম উইকেটে ইতিমধ্যেই ৮২ রান যোগ করে ফেলেছেন। এই টেস্টের প্রথম দিনে চেতেশ্বর পূজারা (৯০) ও ঋষভ পন্থ (৪৬) ভাল ব্যাটিং করেন। তবে রান পাননি বিরাট কোহলি (০)। গতকাল, দিনের শেষে ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ২৭৮। এই প্রতিবেদন লেখার আগে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের স্কোর ৭ উইকেটে ৩৭৮ রান।