এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে উঠল ভারতীয় দল। মহিলাদের পর এবার পুরুষদের টি-২০ ক্রিকেটেও ফাইনালে খেলবে টিম ইন্ডিয়া। শুক্রবার সেমিফাইনালে বাংলাদেশকে অনায়াসে ৯ উইকেট হারিয়ে সোনা জেতার ম্যাচে খেলবে ঋতুরাজ গায়কোয়েড়ের নেতৃত্বে খেলা ভারতীয় দল। ফাইনালে ঋতুরাজরা খেলবে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখ হওয়া পাকিস্তান-আফগানিস্তান জয়ী দলের বিরুদ্ধে।
প্রথমে ব্যাট করে কুড়ি ওভার ব্যাট করে বাংলাদেশ মাত্র ৯৬ রান তুলেছিল। জবাবে মাত্র ৫৬ বল খেলে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। কম রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই কোনও রান না করে আউট হয়ে যান যশ্বসী জয়সওয়াল। যে যশস্বী কোয়ার্টার ফাইনালে নেপালের বিরুদ্ধে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করে নজির গড়েছিলেন। তবে এরপর দ্বিতীয় উইকেটে ৫২ বলে অবিচ্ছেদ্য ৯৭ রানের পার্টনারশিপ করেন ঋতুরাজ গায়কোয়ড়-তিলক ভর্মা। ৯৬ রান তাড়া করতে নেমে ঋতুরাজ-তিলক মিলিয়ে মারলেন ৯টি ওভার বাউন্ডারি। যার মধ্যে তিলকের ব্যাট থেকে এল আধ ডজন ওভার বাউন্ডারি।
দেখুন ঋতুরাজের ঝড়ো ইনিংস
The Captain Ruturaj show 🔥
He smashed 6, 6, 4, 4 in a single over - sublime class. pic.twitter.com/NdIgGcxIks
— Johns. (@CricCrazyJohns) October 6, 2023
দেখুন ছবিতে
2 wins in 2 games for Captain Ruturaj Gaikwad.
- India into the finals....!!!!! 🇮🇳 pic.twitter.com/B6RTcZdXgk
— Johns. (@CricCrazyJohns) October 6, 2023
তিনে নেমে তিলক ভর্মা ২৬ বলে ৫৫ অপরাজিত থাকেন। দারুণ খেলেন ঋতুরাজ গায়কোয়েড়ও (২৬ বলে ৪০ রান অপরাজিত)। ৪ ওভার বল করে ১২ রান তিন উইকেট নিয়ে ভারতের জয়ে নায়ক তামিলনাড়ুর স্পিনার সাই কিশোর। দারুণ বল করেন ওয়াশিটন সুন্দর (২/১৫)।
দেখুন হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর তিলক ভর্মার উচ্ছ্বাস
The special celebration by Tilak Varma for his mother after scoring a fifty. pic.twitter.com/mqE8o3ojfZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 6, 2023
এশিয়ান গেমসে নজিরবিহরীন সাফল্যের পথে ভারত। প্রথমবার এশিয়াডে একশোটি পদক জেতার পথে টিম ইন্ডিয়া। শুক্রবার তিরন্দাজির মহিলাদের দলগত রিকার্ভে ব্রোঞ্জ জেতার পর চলতি এশিয়ান গেমসে ভারতের ৮৭টি পদক জেতা হয়ে গেল। এবার নিশ্চিতভাবেই মনে হচ্ছে ভারত ১০০টি পদক জিতে ফেলবে। গেমসের শেষ দু-তিন দিনে আরও বেশ কিছু পদক আসা নিশ্চিত হয়েছে। সেপাকটাকরো (মহিলাদের রেগু)-তে পদক নিশ্চিত হয়েছে।