High Six from Lungi Ngidi. (Photo Credits: ICC/Twitter)

সেঞ্চুরিয়ান (দক্ষিণ আফ্রিকা), ২৮ ডিসেম্বর: সেঞ্চুরিয়ান টেস্টের (Centurian Test) তৃতীয় দিনের শুরুতেই তাসের ঘরের মত ভেঙে পড়ল ভারতের ইনিংস। গতকাল পুরো দিনটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, আজ খেলা শুরু হতেই ১৫.৩ ওভারের মধ্যে ভারতের (Team Ind ia) বাকি ৭ উইকেট পড়ে গেল। ৩ উইকেটে ২৭২ রান থেকে খেলতে নেমে সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে ভারত গুঁটিয়ে গেল ৩২৭ রানে। মানে আজ দ্বিতীয় ইনিংসে ভারতের রানের সঙ্গে যোগ হল মাত্র ৫৫ রান। এনগিদি লুঙ্গি (Lungi Ngidi)-র ৭১ রান দিয়ে ৬ উইকেটের আগুনে স্পেলেই ঝলসে গেল ভারত। লোকেশ রাহুল (Lokesh Rahul) কে (১২৩)-কে শুরুতে ফিরিয়ে ভারতকে দিনের প্রথম ধাক্কাটা দেন রাবাদা।

এরপর রাহানে (Ajinka Rahane) (৪৮)-কে লুঙ্গি আউট করতেই তাসের ঘরের মত ভারতের লোয়ার অর্ডার ও টেল ভেঙে পড়ে। ঋষভ পন্থ (৮), রবীচন্দ্রন অশ্বিন (৪), শার্দুল ঠাকুর (৪), মহম্মদ শামি (৮)-রা আউট হয়ে যান। শেষ উইকেটে বুমরা (১৪), সিরাজ (৪ অপ) ১৯ রান যোগ করেন। রাবাদা ৭২ রান দিয়ে নেন ৩টি উইকেট। প্রথম ইনিংসে লুঙ্গি আউট করেন মায়াঙ্ক আগরওয়াল (৬০), চেতেশ্বর পূজারা (০), বিরাট কোহলি (৩৫), আজিঙ্কা রাহানে (৪৮), ঋষভ পন্থ (৮) ও মহম্মদ শামি (৮)-কে। আরও পড়ুন: বাবা হলেন ইরফান পাঠান

দেখুন টুইট

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই হারায় অধিনায়ক-ওপেনার ডেন এলগার (১)-এর উইকেট। এলগারকে আউট করেন বুমরা।