দিল্লি, ১১ অক্টোবর: দিল্লিতে দুরমুশ দক্ষিণ আফ্রিকা। কার্যত দ্বিতীয় সারির দল নিয়েও প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতল ভারত। কোটলায় দক্ষিণ আফ্রিকাকে ৯৯ রানে অল আউট করার পর, সেই রান ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলে নেয় টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচ লখনৌতে হারের পর রাঁচি, দিল্লিতে জিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতলেন শিখর ধাওয়ানরা। অন্যদিকে, টি টোয়েন্টি সিরিজে ১-২ হারের পর, ওয়ানডে-তেও ১-২ হেরে দেশ ফিরছে দক্ষিণ আফ্রিকা।
জয়ের জন্য ১০০ রান তাড়া করতে নেমে দুই ওপেনার শিখর ধাওয়ান-শুভমন গিল করেন ৪২ রান। ধওয়ান (৮), ইশান কিষাণ (১০) আউট হওয়ার পর গত ম্যাচের সেঞ্চুরিয়ান শ্রেয়স আইয়ারকে নিয়ে ম্যাচ বের করে আনেন শুভমন গিল। জয় থেকে তিন রান দূরে লুঙ্গির বলে এলবিডব্লু হয়ে ফিরে যান গিল (৪৯)। শ্রেয়স আইয়ার ২৮ ও সঞ্জু স্যামসন ২ রানে নট আউট থাকেন। আরও পড়ুন-পরনে গোলাপী শাড়ি, পায়ে সাদা স্নিকার্স, নাচের তালে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন অলিম্পিক পদক বিজয়ী পি ভি সিন্ধু (দেখুন ভিডিও)
দেখুন ভিডিও
Winners Are Grinners! ☺️
Captain @SDhawan25 lifts the trophy as #TeamIndia win the ODI series 2️⃣-1️⃣ against South Africa 👏👏#INDvSA | @mastercardindia pic.twitter.com/igNogsVvqd
— BCCI (@BCCI) October 11, 2022
মঙ্গলবার ফিরোজ শাহ কোটলা তৃতীয় তথা শেষ ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানে অল আউট হয়ে গেল প্রোটিয়ারা। কুলদীপ যাদব, ওয়াশিটন সুন্দর ও শাহবাজ আমহেমেদর ঘূর্ণিতে দু অঙ্কেই শেষ দক্ষিণ আফ্রিকা। বাভুমা, কেশব মহারাজের অনুপস্থিতি ডেভিড মিলারের নেতৃত্বে দিল্লিতে নেমে একেবারে খারাপ খেললেন প্রোটিয়ারা ব্যাটাররা। মাত্র তিনজন ব্যাটার দু অঙ্কের রান করলেন।
প্রোটিয়া ব্যাটার হেনরিক ক্লাসেন (৩৪) ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। কুলদীপ যাদব ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন, ওয়াশিংটন সুন্দর ১৫ রান দিয়ে দুটি ও শাহবাজ আহমেদ ৩২ রান দিয়ে ২টি উইকেট নেন।