লন্ডন, ১৬ অগাস্ট: লর্ডসে (Lord's) স্মরণীয় টেস্ট জয়। ম্যাচের শেষ দিনে একেবারে স্বপ্নের ক্রিকেট খেলে ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত (Team India)। শেষ দিনে যেভাবে একেবারে চিত্রনাট্য মিলিয়ে জয় এল তাতে, ভারতের সর্বকালের সেরা স্মরণীয় টেস্ট জয়ের তালিকায় লর্ডসের এই জয় থেকে যাবে। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৯৮ রান করে ডিক্লেয়ার করে ইংল্যান্ডকে ৫২ ওভারের মধ্যে অল আউট করে দিল ভারত। নিজেদের গর্ব-ঐতিহ্যের প্রতীক লর্ডসে জো রুটরা দ্বিতীয় ইনিংসে মাত্র ১২০ রানে অল আউট হয়ে ইংল্যান্ড ক্রিকেটের মাথাহেঁট করলেন। ৬০ ওভারে ২৭২ রান করলে জয় আসবে, এমন শর্তে ম্যাচ বাঁচাতে নেমে রুটরা মাত্র ৫১.৫ ওভারেই গুঁটিয়ে গেলেন। ভারতীয় বোলাররা ইংল্যান্ড ব্যাটসমন্যানদের ক্লাবস্তরে নামিয়ে আনলেন। আরও পড়ুন: ব্যাট হাতে অনবদ্য শামি-বুমরা, ইংল্যান্ডকে জিততে হলে ৬০ ওভার করতে হবে ২৭২ রান
The winning moment 👌#WTC23 | #ENGvIND pic.twitter.com/x3q98gzi6X
— ICC (@ICC) August 16, 2021
ব্যাট হাতে অপরাজিত হাফ সেঞ্চুরি করে চমকে দেন মহম্মদ শামি। এরপর বল হাতে শামি আউট করেন ইংল্যান্ড ওপেনার ডোম সিবলে (০)-কে। একদম শেষের দিকে জোস বাটলারকে আউট সহ ৩২ রানে চার উইকেট নিয়ে মহম্মদ সিরাজও অনবদ্য। তবে দিনের সবচেয়ে বড় নায়ক বুমরা। ব্যাট হাতে অপরাজিত ৩২ রান করার পর ৩৩ রানে ৩ উইকেট নেন বুমরা। ওপেনার ররি বার্নাসল (০) ও জো রুট (৩৩)-কে আউট করেন বুমরা।
A terrific performance from the visitors 🙌#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/fFiYOLzfUl
— ICC (@ICC) August 16, 2021
ইশান্ত শর্মা নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। হাসিব মহম্মদ (২) ও জনি বেয়ারস্টো (২)। রুটের আউটের পর মইন আলি, স্যাম কুরান পরপর ফিরে যাওয়ার পর মনে হচ্ছিল বিরাট কোহলিদের জয়টা সময়ের অপেক্ষা, কিন্তু অষ্টম উইকেটে বাটলার-রবিনসন বাধা হয়ে দাঁড়ান। বুমরার স্লোয়ারে রবিনসন (৯) আউট হতেই সেই বাধা সরে। এরপরের ওভারে বাটলার ও জিমি অ্যান্ডারসনকে আউট করে সিরাজ দলকে লর্ডসে জিতিয়ে আনেন।