অভিমন্যু ঈশ্বরণ (Photo: Facebook)

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ২৫ জানুয়ারি থেকে বেন স্টোকসরা হায়দারাবাদে রোহিত শর্মার দলের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবেন। তার আগে ভারতীয় এ দলের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচে খেলবে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে দু দিনের ও চার দিনের ম্যাচে নামতে চলা ভারতীয় এ দলের ১৩ জনের নাম ঘোষণা করল বিসিসিআই। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু দিনের ওয়ার্ম আপ ম্যাচ ও চার দিনের ম্যাচে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন বাংলার তারকা ওপেনার অভিমন্য়ু ঈশ্বরণ। তিনি দক্ষিণ আফ্রিকায় টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে ছিলেন।

ঋতুরাজ গায়কোয়েড় চোট পাওয়ায় নেলসন ম্যান্ডেলার দেশে ভারতীয় টেস্ট দলে জায়গা পান বাংলার ঈশ্বরণ। তবে আফ্রিকায় দুটি টেস্টেই যশস্বী জয়সওয়াল খেলায় রিজার্ভ বেঞ্চেই থাকতে হয় ঈশ্বরণকে। ঈশ্বরণের এ দলে জায়গা হল বাংলার পেসার আকাশ দীপের। ভারতীয় এ দলে জায়গা পেলেন তামিলনাড়ুর তারকা ওপেনার সাই সুদর্শন, মধ্যপ্রদেশের রজত পাতিদার ও গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্স করা মুম্বইয়ের তারকা সরফরাজ খান। তামিলনাড়ুর বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটার প্রদোশ রঞ্জন পালও জায়গা পেয়েছেন। রিঙ্কু সিং, ইশান কিষাণ, রায়ান পরাগ-দের দলে রাখা হয়নি।

১২ ও ১৩ জানুয়ারি আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দু দিনের ওয়ার্ম আপ ম্যাচে খেলবে ভারতীয় এ দল। এরপর ১৭-২০ জানুয়ারি চারদিনের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবেন ঈশ্বরণরা।

১৩ সদস্যের ভারতীয় এ স্কোয়াড: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পাতিদার, সরফরাজ খান, প্রদোশ রঞ্জন পাল, শ্রীকর ভরত (উইকেটকিপার), মানব সুথার, পুলকিত নারাং, নবদীপ সাইনি, দেশপান্ডে, ধ্রুব জুরেল (উইকেকিপার), বিদওয়াত কাভেরাপ্পা, আকাশ দীপ।