মেলবোর্ন, ৬ নভেম্বর: টি-২০ বিশ্বকাপে সুপার ১২ পর্বের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে আজ, রবিবার নামছে ভারত। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেদারল্যান্ডস অপ্রত্যাশিতভাবে জিতে যাওয়ায়, টিম ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠা জিম্বাবোয়ে ম্যাচের আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। খুব বড় অঘটন না হলে সেমিফাইনালে ভারতকে বৃহস্পতিবার খেলতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। শেষ চারে নামার আগে টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচ প্রস্তুতির বড় মঞ্চ হতে চলেছে। সুপার ১২ পর্বে একমাত্র দক্ষিণ আফ্রিকা ম্যাচে হারলেও বেশ কিছু খামতির জায়গা থেকে গিয়েছে ভারতীয় দল।
জিম্বাবোয়ে ম্যাচে সেটাই শুধুরে নেওয়ার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। আর মাত্র দুটো নক আউট ম্যাচ জিতলেই জেতা যাবে বিশ্বকাপ। এমন সময় ছন্দটা ধরে রাখাই আসল চ্যালেঞ্জ ভারতের সামনে।
লোকেশ রাহুলের ফর্ম নিয়ে চিন্তায় ছিল দল, রাহুল বাংলাদেশ ম্যাচে দারুণ খেলে ফর্মে ফিরেছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ঋষভ পন্থ খেলতে চলেছেন বলে খবর। আরও পড়ুন-১৩ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার, সেমিফাইনালে যাওয়ার লড়াই বাংলাদেশ-পাকিস্তানের
আসুন দেখে নেওয়া যাক ভারত-জিম্বাবোয়ে ম্যাচ নিয়ে কিছু কথা--
ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ কবে, কোথায় আয়োজিত হবে
টি-২০ বিশ্বকাপে সুপার ১২-র প্রথম ম্যাচে আজ, রবিবার ভারত-জিম্বাবোয়ে ম্যাচ মেলবোর্নের এমসিজি গ্রাউন্ডে আয়োজিত হবে
কখন থেকে শুরু হবে ম্যাচ
ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হবে খেলা
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে
চলতি টি-২০ বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। এই ম্যাচ সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ১ ও ৩, স্টার স্পোর্টস ১ ও ৩ এইচডি, স্টার সিলেক্ট এইচডি ১ চ্যানেলে
দূরদর্শনে কি সরাসরি দেখানো হবে
টি২০ বিশ্বকাপে ভারতের সব ম্যাচ সরাসরি দূরদর্শনে দেখানো হবে। সেমিফাইনাল, ফাইনালও সরাসরি দূরদর্শনে সম্প্রচার করা হবে। তবে ফ্রি ডিশের মাধ্যমেই একমাত্র দেখা যাবে।
রেডিয়োতে সরাসরি ধারাবিবরণী করা হবে কি?
হ্যাঁ, প্রসার ভারতীর বিভিন্ন রেডিও চ্যানেলে সরাসরি ধারাবিবরণী করা হবে ম্যাচ
অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা
ডিজনি+হটস্টারে দুপুর দেড়টা থেকে লাইভ স্ট্রিম করা হবে ম্যাচ