Virat Kohli and Rohit Sharma (Photo Credits: Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচেও বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। আজ যারাই জিতবে তারাই ওয়ানডে সিরিজ জিতে নেবে। বিশ্বকাপের মাস আড়াই আগে মানসিক দিক থেকে টিম ইন্ডিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু শনিবার দ্বিতীয় ম্যাচের মত, মঙ্গলবার সিরিজের ফয়সালার ম্য়াচেও খেলছেন না রোহিত-বিরাট। রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে এদিন পোর্ট অফ স্পেনে তৃতীয় ওয়ানডে-তেও দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। সিরিজ জেতার মঞ্চে তারকা সিনিয়রদের বিশ্রাম দেওয়া নিয়ে জোর সমালোচনা সোশ্যাল মিডিয়ায়।

রোহিত ও বিরাটের জায়গায় খেলছেন সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসন। দশ বছর দেশের জার্সিতে ওয়ানডে খেলছেন জয়দেব উনাদকট। উমরন আকমলের জায়গায় খেলছেন উনাদকট। অক্ষর প্যাটেলের জায়গায় খেলছেন ঋতুরাজ গায়কোয়েড়। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে।

দ্বিতীয় ম্যাচে হার্দিক একেবারেই ভাল খেললেনি। বিরাট-রোহিতের অনুপস্থিতিতে দ্বিতীয় ওয়ানডে-তে মুখথুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। দুই তারকা সিনিয়রের অনুপস্থিতিতে শনিবার মাত্র ১৮১ রানে অল আউট হয়ে ৬ উইকেটে হেরেছিলেন হার্দিকরা। আরও পড়ুন-

দেখুন টুইট

বিশ্বকাপে যোগ্যতা পাওয়া না দলের কাছে হেরে আজ সিরিজ জেতার ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেন বিরাটদের বিশ্রাম না নিয়ে অবাক ক্রিকেটমহল। অবাক হওয়ার সবচেয়ে বড় কারণটা হল- সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে বিরাট কোহলি, রোহিত শর্মা-রা আর মাঠে নামছেন না। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডে টি-২০ সিরিজে না খেলে বিশ্রাম নিচ্ছেন বিরাট, রোহিতরা। বিশ্বকাপের আগে প্রস্তুতির সুযোগটা হাতছাড়া করছেন বিরাটরা। বিশ্রামের আরও অনেক সুযোগ থাকবে। এমনটাই বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ভারতের প্রথম একাদশ- শুবমন গিল, ইশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়েড়, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জয়দেব উনাদকট, মুকেশ কুমার।